Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বিশ্ব ক্রিকেটে সেঞ্চুরির বিশেষ তালিকায় আধিপত্য ভারতীয়দের

Centuries-in-world-cricket

সমকালীন প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে‌– টেস্ট, ওয়ানডে এবং টি-২০—প্রতিটিতেই সেঞ্চুরি করার কৃতিত্ব বিরল। বিশ্বজুড়ে মহিলা-পুরুষ মিলিয়ে মাত্র ৩৭ জন ক্রিকেটারই এই অনন্য রেকর্ডের মালিক। সেই তালিকার সাম্প্রতিকতম সদস্য ভারতের উদীয়মান ওপেনার যশস্বী জয়সওয়াল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার অপরাজিত ১১৬ রানের ঝলমলে ইনিংস খেলেই তিনি এলিট ক্লাবের সঙ্গী হলেন।

যশস্বীর আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান রীতিমতো চলচ্চিত্রের মতো। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। নিজের উপস্থিতি জানান দেন ১৭১ রানের ইনিংস খেলে। একই বছর এশিয়ান গেমসে নেপালের বিরুদ্ধে টি-২০ সেঞ্চুরি করে আরও নজর কাড়েন বাঁহাতি এই ব্যাটার। 

দু বছর পর এসে ওয়ানডের প্রথম সেঞ্চুরি—এতে স্পষ্ট, ধারাবাহিক উন্নতির পথেই হাঁটছেন তিনি। তরুণ বয়সেই বৃহৎ মঞ্চে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং প্রতিটি ফরম্যাটে দ্রুত নিজের ছাপ রাখার ক্ষমতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলছে। ভারতের ক্রিকেট ইতিহাসে তিন ফরম্যাটে সেঞ্চুরির পথিকৃত সুরেশ রায়না। ২০০৮ সালে হংকংয়ের বিরুদ্ধে ওয়ানডে সেঞ্চুরি দিয়ে শুরু। 

২০১০ সালে মাত্র দু’মাসের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে শতরান করেন তিনি। তারপর দীর্ঘ বিরতির পর রোহিত শর্মা যোগ দেন এই ঐতিহাসিক তালিকায়। ২০১০ থেকে ২০১৫—এই পাঁচ বছরে তিন ফরম্যাটেই ল্যান্ডমার্ক স্পর্শ করেন ‘হিটম্যান’। বিশেষ করে ইডেন গার্ডেন্সে টেস্ট অভিষেকে তাঁর ১৭৭ রানের ইনিংস আজও স্মরণীয়।

ভারতীয় ব্যাটিংয়ের আধুনিক প্রতীক বিরাট কোহলির প্রথম আন্তর্জাতিক শতরান এসেছিল ২০০৯ সালে, ওয়ানডেতে। তিন বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি। টি-২০তে শতরান অপেক্ষা করায় তাঁকে। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে আসে অধরা সেঞ্চুরিটি। এরপর ক্রমান্বয়ে এই কীর্তি অর্জন করেন কে এল রাহুল এবং শুভমান গিল। তাঁদের সেঞ্চুরিগুলিও ভারতের শীর্ষ ব্যাটিং শক্তিকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে চলেছে।

ভারতের নারী ক্রিকেটেও রয়েছে এক উজ্জ্বল নাম। স্মৃতি মন্ধানা। দেশের একমাত্র মহিলা ক্রিকেটার যিনি তিন ফরম্যাটেই সেঞ্চুরির মালিক। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে, ২০২১ সালে একই দেশের বিরুদ্ধে টেস্ট এবং ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সেঞ্চুরি করে তিনি যোগ দেন এই গর্বিত তালিকায়।

বর্তমানে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ তুলে ধরছে তরুণ প্রজন্ম। যশস্বীর সাফল্য সেই ধারাবাহিকতারই প্রমাণ। দেশের ক্রিকেটমহল আশা করছে, আগামী দিনে আরও বহু ভারতীয় ক্রিকেটার এই অসাধারণ ক্লাবে নাম লিখিয়ে দেশের মর্যাদা বাড়িয়ে তুলবেন।






‌‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন