সমকালীন প্রতিবেদন : ২০২৬ সাল ভারতীয় ক্রিকেটের জন্য হতে চলেছে ব্যস্ততা ও চ্যালেঞ্জে ভরা এক গুরুত্বপূর্ণ বছর। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট তো রয়েছেই, পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক সিরিজ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের শক্তি ও গভীরতা প্রমাণ করতে হবে টিম ইন্ডিয়াকে। নতুন বছরে কোন কোন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট, তা নিয়েই ক্রীড়ামহলে এখন চর্চা তুঙ্গে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ দিয়েই ২০২৬ সালের সূচনা করবে ভারত। ১১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই সিরিজ, যেখানে কিউয়িদের বিরুদ্ধে তিনটি একদিনের ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই হতে চলেছে টিম ইন্ডিয়ার শেষ দ্বিপাক্ষিক সিরিজ, ফলে প্রস্তুতির দিক থেকে এই সিরিজের গুরুত্ব অত্যন্ত বেশি।
এই সিরিজ শেষ হওয়ার পরই শুরু হবে বছরের সবচেয়ে বড় আসর– টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশ্বকাপে নামবে ভারতীয় দল। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় প্রত্যাশার চাপ যেমন থাকবে, তেমনই থাকবে ট্রফি জয়ের স্বপ্ন।
বিশ্বকাপ ও আইপিএল পর্ব মিটতেই ফের ব্যস্ত সূচিতে ঢুকবে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট এবং তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপর ইংল্যান্ড সফরে গিয়ে সাদা বলের ফর্ম্যাটে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। ইউরোপের মাটিতে এই সিরিজ তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে।
আগস্ট মাসে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকেও এই সিরিজ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও, এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সেপ্টেম্বর মাসে নজর থাকবে এশিয়ান গেমসের দিকে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সাধারণত ভারতের দ্বিতীয় সারির দল অংশ নেয়।
গতবার রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে সোনা জিতেছিল ভারত, ফলে এবারও সাফল্য ধরে রাখার লক্ষ্য থাকবে। বছরের শেষ ভাগে অক্টোবরের শেষে নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানে দুই ম্যাচের টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলার সূচি রয়েছে। ২০২৬ সালের শেষ আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে– তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে।
উল্লেখ্য, চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শেষ করেছে টিম ইন্ডিয়া। একদিনের ও টি-টোয়েন্টি– দু’টি সিরিজেই জয় পেলেও টেস্ট সিরিজ হাতছাড়া হয়েছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই ২০২৬ সালে আরও ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন