সমকালীন প্রতিবেদন : পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করল ব্যারাকপুর আদালত। বুধবার অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত ওরফে বাপি এবং জিয়ারুল মণ্ডল– এই তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। গত সোমবারই আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করেছিল। ঘটনার সাড়ে তিন বছর পর সাজা ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নিহত কাউন্সিলরের পরিবারে।
২০২২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় নৃশংস এই খুনের ঘটনা ঘটে। আগরপাড়া স্টেশন রোডে নিজের পোষ্যের জন্য ওষুধ আনতে স্কুটিতে বেরিয়েছিলেন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। সেই সময় প্রকাশ্য রাস্তায় পিছন থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাঁকে খুন করা হয়। হাড়হিম করা এই ঘটনার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।
পুলিশি তদন্তে উঠে আসে, এলাকার একটি জমি প্রোমোটিংয়ের উদ্দেশ্যে দখলের চেষ্টা করছিল সঞ্জীব পণ্ডিত ওরফে বাপি। অনুপম দত্ত এর বিরোধিতা করায় তাঁর সঙ্গে শত্রুতা তৈরি হয়। সেই শত্রুতার জেরেই খুনের পরিকল্পনা করা হয় বলে দাবি তদন্তকারীদের। প্রথমে হরিণঘাটার বাসিন্দা জিয়ারুল মণ্ডলকে খুনের ‘সুপারি’ দেওয়া হয়। চার লক্ষ টাকা নেওয়ার পরেও সে খুন করতে গড়িমসি করায় পরে অমিত পণ্ডিতকে দায়িত্ব দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী শেষ পর্যন্ত অনুপম দত্তকে গুলি করে খুন করে অমিত। ঘটনার পর পালানোর চেষ্টা করলেও এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় সে।
খুনের কয়েক ঘণ্টার মধ্যেই শুটার অমিত পণ্ডিতকে গ্রেপ্তার করে পুলিশ। তার মোবাইল ফোনের সূত্র ধরে সঞ্জীব পণ্ডিতের নাম উঠে আসে। তাঁকে বর্ধমানের কালনা থেকে গ্রেপ্তার করা হয়। মামলা চলাকালীন সঞ্জীব হাই কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেলেও দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার আদালত থেকে ফের গ্রেপ্তার করা হয়।
রায় শুনে অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত বলেন, “আমরা আরও কঠোর শাস্তি চাইছিলাম। তবে আদালত যা ভালো মনে করেছে, সেটাই করেছে। আমরা আইন ও আদালতের উপর আস্থা রাখি।” বুধবার সকাল থেকেই ব্যারাকপুর আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিন দুপুরে বিচারক তাঁর রায়ে খুন, খুনের চক্রান্ত ও অস্ত্র আইনে তিন অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন