Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

দুই বিদেশি তারকায় ৪৩ কোটির বেশি খরচ কেকেআরের

 

IPL-mini-auction

সমকালীন প্রতিবেদন : ‌আইপিএলের মিনি নিলামে ফের আলো কেড়ে নিল কলকাতা নাইট রাইডার্স। হাতে ছিল ৬৩ কোটিরও বেশি টাকা, আর টার্গেটের শীর্ষে ছিল একটাই নাম– ক্যামেরন গ্রিন। প্রত্যাশামতোই রেকর্ড ভেঙে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে দলে টেনে নিল শাহরুখ খানের দল। আগামী মরশুমে বেগুনি জার্সিতে দেখা যাবে গ্রিনকে। আইপিএল নিলামের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এটিই এখন সর্বোচ্চ দাম। 

এর আগে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনে যে রেকর্ড গড়েছিল কেকেআর, সেটাই এ বার নিজেরাই ভাঙল। ঐতিহাসিক ভাবে মিনি নিলাম দল গড়ার জায়গা নয়, বরং ফাইন টিউনিংয়ের মঞ্চ। কিন্তু গত মেগা নিলামের পর বেশ কয়েকজন ক্রিকেটার ছেড়ে দেওয়ায় দলে বড় ফাঁক তৈরি হয়েছিল নাইটদের। 

সবচেয়ে বড় শূন্যতা ছিল একজন পাওয়ার হিটার অলরাউন্ডারের। আন্দ্রে রাসেলের অবসরের পর সেই অভাব পূরণ করতেই গ্রিনকে নিশানা করেছিল কেকেআর। ব্যাটে ম্যাচ ঘোরানোর ক্ষমতা, দরকারে মিডিয়াম পেস– সব মিলিয়ে তরুণ অজি অলরাউন্ডারই ছিলেন এবারের নিলামের সবচেয়ে ‘হট প্রপার্টি’।

গ্রিনকে ঘিরে লড়াই যে জমবে, তা শুরু থেকেই স্পষ্ট ছিল। মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে হাত তুললেও ২ কোটি ৬০ লক্ষের পর সরে যায়। এরপর কেকেআর ও রাজস্থান রয়্যালসের মধ্যে দর বাড়তে থাকে। ১৩ কোটি ২০ লক্ষে রাজস্থান সরে গেলে আসরে নামে চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত কেকেআর ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিড করলে থামে চেন্নাই, আর গ্রিনের ঠিকানা হয় কলকাতা। 

যদিও বোর্ডের নিয়মে তিনি পুরো টাকা পাবেন না। নিয়মের বেড়াজালে শেষপর্যন্ত গ্রিনের প্রাপ্য ১৩ কোটি, বাকি অর্থ যাবে বিসিসিআইয়ের প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে। গ্রিনের পাশাপাশি আরও এক বিদেশি তারকাকে তুলে নিয়ে চমক দিয়েছে কেকেআর। শ্রীলঙ্কার গতিতারকা মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছে নাইটরা। 

দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে তীব্র লড়াইয়ের শেষে শেষ হাসি হেসেছে কলকাতা। ২ কোটির বেস প্রাইজ থেকে শুরু হয়ে ১৮ কোটিতে পৌঁছানো পাথিরানাই এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি শ্রীলঙ্কান ক্রিকেটার। ওয়ানিন্দু হাসারাঙ্গার রেকর্ড ভেঙেছেন তিনি।

গত মরশুমে ডেথ বোলিংয়ে ভোগান্তি ছিল কেকেআরের। সেই সমস্যা মেটাতেই পাথিরানার মতো এক্সপ্রেস পেসারের পিছনে ছুটেছিল তারা। গ্রিনের অলরাউন্ড দক্ষতা আর পাথিরানার গতি– এই দুই বিদেশি তারকাকে দলে এনে মিনি নিলামেই নিজেদের শক্তি বাড়িয়ে নিল কলকাতা নাইট রাইডার্স।‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন