সমকালীন প্রতিবেদন : আইপিএলে আর দেখা যাবে না আন্দ্রে রাসেলের তাণ্ডব, ঝোড়ো চার-ছক্কায় ম্যাচ ঘোরানোর সেই পরিচিত ছবি এখন অতীত। প্লেয়ার হিসেবে আইপিএলে রাসেলের অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ। তবে সমাপ্তির মধ্যেই লুকিয়ে রইল নতুন শুরুর গল্প। কারণ, কেকেআর তাঁকে ফিরিয়ে আনছে একেবারে ভিন্ন ভূমিকায়। ২০২৬ মরশুমে নাইটদের ‘পাওয়ার কোচ’ হিসেবে দেখা যাবে আন্দ্রে রাসেলকে।
রিটেনশন তালিকায় রাসেলের নাম না থাকায় প্রথমে জল্পনা উঠেছিল, শাহরুখ খানের এত প্রিয় খেলোয়াড়কে কেন রাখা হলো না? ভক্তরা অপেক্ষায় ছিলেন নিলামে তাঁর নাম ওঠার জন্য। কিন্তু আচমকাই সমাজমাধ্যমে রাসেল ঘোষণা করেন, তিনি আইপিএল থেকেই অবসর নিচ্ছেন। অন্য কোনও দলের জার্সিতে নিজেকে কল্পনা করতেই পারছিলেন না।
দীর্ঘদিনের আবেগ ও পরিচয়ের কারণে কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার ভাবনাও তাঁর পক্ষে অসম্ভব ছিল। তাই নিজের সিদ্ধান্ত পরিষ্কার– আইপিএলে আর ব্যাট হাতে দেখা যাবে না তাঁকে। অবসরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাসেল জানান, এমন সময় বিদায় নিতে চেয়েছিলেন যখন মানুষ বলবে, আরও কয়েক বছর খেলতে পারতেন।
‘ইনস্টাগ্রাম যুগে’ নানা দলের জার্সিতে নিজেকে দেখে তাঁর অস্বস্তি হচ্ছিল। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর ও শাহরুখ খানের সঙ্গে আলোচনার পরই তিনি ভবিষ্যতের পরিকল্পনা চূড়ান্ত করেন। ভেঙ্কিই তাঁর নতুন পরিচয়ের নাম দেন ‘পাওয়ার কোচ’। রাসেলের খেলায় যে শক্তির দাপট ছিল, তারই প্রতিফলন এই ভূমিকায়।
অন্যদিকে, রাসেলের আবেগপূর্ণ পোস্টের উত্তরে শাহরুখ খানও প্রশংসায় ভরিয়ে দেন প্রাক্তন অলরাউন্ডারকে। সমাজমাধ্যমে তিনি লেখেন, রাসেলের অবদান কেকেআরের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। প্রিয় নাইটকে নতুন দায়িত্বে স্বাগত জানিয়ে শাহরুখ বলেন, বেগুনি-সোনালি ছেলেদের শক্তি ও দক্ষতা আরও বাড়িয়ে দেবেন তিনি।
পাশাপাশি এ কথাও জানান, অন্য কোনও জার্সিতে রাসেলকে মানাত না, তিনি আজীবন ‘মাসল রাসেল’-ই থাকবেন। ২০১৪ সালে কেকেআরে যোগ দেওয়ার পর ১৩৩টি ম্যাচে দলের হয়ে অসংখ্য স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন রাসেল। ২০১৪ ও ২০২৪– দু’টি শিরোপাজয়ী দলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
যদিও শেষ দু’মরশুমে ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল, তবুও কেকেআরের আবেগ থেকে কখনও আলাদা হননি। অবশেষে, প্লেয়ার হিসেবে বিদায় জানিয়ে সাপোর্ট স্টাফে যোগ দিচ্ছেন তিনি। ভক্তদের হতাশার মাঝেও স্বস্তির বার্তা– আইপিএল মাঠে আন্দ্রে রাসেল আর ব্যাট হাতে নামবেন না ঠিকই, তবে নাইট শিবিরে তাঁর বিদ্যুৎ-গতির শক্তি ও অভিজ্ঞতা ছড়িয়ে পড়বে নতুন ভূমিকায়, নতুন অধ্যায়ের পাতায়।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন