সমকালীন প্রতিবেদন : ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ‘পদযাত্রা’-র জেরেই পাল্টা পথে নামছে বিজেপি। দলীয় নেতৃত্বের অভিযোগ, মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধী সভা ও পদযাত্রা থেকে মতুয়া সমাজের বিরুদ্ধে “হিন্দু-বিরোধী” আচরণ করেছেন। সেই কারণেই আগামী ৬ ডিসেম্বর ঠাকুরনগরে বড়সড় প্রতিবাদ পদযাত্রার ডাক দিয়েছে বিজেপি।
মঙ্গলবার বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ এক সাংবাদিক বৈঠকে জানান, মুখ্যমন্ত্রীর “মতুয়া-বিরোধী আচরণ” ও “উস্কানিমূলক মন্তব্য”-এর বিরুদ্ধে দল রাস্তায় নামছে। তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী যেভাবে মতুয়া সমাজকে আঘাত করেছেন, তার প্রতিবাদ জানাতেই আমরা ৬ তারিখে ঠাকুরনগরে পদযাত্রা করছি।”
প্রতিবাদ মিছিলটি ওইদিন বিকেল তিনটেয় ঠাকুরনগর হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে ঠাকুরনগর বাজার পর্যন্ত যাবে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মিছিলের নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। পাশাপাশি উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এবং অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এছাড়াও বনগাঁ সাংগঠনিক জেলার একাধিক প্রথম সারির বিজেপি নেতা–কর্মীরা পদযাত্রায় যোগ দেবেন।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ঠাকুরনগরে পদযাত্রা এবং বনগাঁয় সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেন এবং কেন্দ্রের বিরুদ্ধে “বিভাজন বজায় রাখার রাজনীতি”র অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রীর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির অঙ্গন।
তার পাল্টা স্বরূপ বিজেপির এই প্রতিবাদ মিছিলকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে মতুয়া অধ্যুষিত ঠাকুরনগর এলাকায়। ৬ তারিখের পদযাত্রাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতাও বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি গোটা রুটে নজরদারির ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মতুয়া ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে আবারও উত্তাপ বাড়ল বনগাঁ অঞ্চলে। মমতার পদযাত্রার উত্তরে বিজেপির এই মিছিল আগামী দিনে রাজনৈতিক সমীকরণে কোন নতুন মোড় আনবে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন