সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও এক দিনের ফর্ম্যাটে এখনও নিজের আধিপত্য বজায় রেখেছেন রোহিত শর্মা। সাম্প্রতিক দু’টি সিরিজে ধারাবাহিক রান করে প্রমাণ করেছেন, ব্যাট এখনও কথা বলছে। যদিও ২০২৭ সালের বিশ্বকাপে তাঁর খেলা নিশ্চিত নয়, তবু অবসর নিয়ে এখনই কোনও তাড়াহুড়ো নেই– স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
এই মুহূর্তে আইসিসি-র ওয়ান ডে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন রোহিত। ৩৮ বছর বয়স পেরিয়েও প্রথমবার এক দিনের ক্রিকেটে ব্যাটারদের সিংহাসন দখল করেছেন তিনি। চলতি বছরে ১৪টি ওয়ান ডে ম্যাচে দু’টি শতরান ও চারটি অর্ধশতরান-সহ ৬৫০ রান করেছেন হিটম্যান। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে এলেও ওয়ান ডে ফর্ম্যাটে তাঁর আগ্রাসী ব্যাটিং এখনও ভারতের বড় ভরসা।
বিশ্বকাপ দলে থাকার জন্য ঘরোয়া ক্রিকেট খেলার যে নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড দিয়েছে, তা মেনে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে নামছেন রোহিত। তার আগে গুরুগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেন তিনি। ২০২৭ বিশ্বকাপকে লক্ষ্য করেই কি এগোচ্ছেন? রোহিতের জবাব, অবসর নিয়ে এখনই কোনও ভাবনা নেই।
নিজের কেরিয়ারকে বিমানের সঙ্গে তুলনা করে রোহিত বলেন, তাঁর উড়ান এখনও শেষ হয়নি। কেরিয়ার দেরিতে শুরু হলেও যখন গতি পেয়েছে, তখন তা অনেক উঁচুতে উঠেছে। তিনি চান না, সেই উড়ান খুব তাড়াতাড়ি নেমে যাক। যত দিন সম্ভব, তত দিন তিনি শীর্ষে থাকতে চান। অবতরণ অবশ্যই হবে, তবে সেটা তখনই, যখন তিনি নিজে চাইবেন।
রোহিত জানান, ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিশ্বকাপ জেতাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় অবসর নেওয়ার কথাও ভেবেছিলেন। ধাক্কা কাটিয়ে ফিরতে তাঁর প্রায় দু’মাস সময় লেগেছিল। তবে কয়েক মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় নিজেকে আবার তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি। শেষ পর্যন্ত ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত, চলতি বছরে আসে চ্যাম্পিয়ন্স ট্রফিও।
টেস্ট থেকে অবসর নেওয়ার পেছনে নানা জল্পনা থাকলেও এক দিনের ক্রিকেটে নিজের ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে রোহিত বুঝিয়ে দিচ্ছেন– এখনও শেষ হয়নি তাঁর অধ্যায়। ব্যাটের পাশাপাশি স্পষ্ট কথাতেও জানিয়ে দিলেন, অবসর নিয়ে ভাবার সময় এখনও আসেনি।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন