সমকালীন প্রতিবেদন : চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বনগাঁ থানা এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক মহিলা ও তিন যুবক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম লাভলী মণ্ডল। তাঁর বাড়ি বাংলাদেশের গাইবান্ধা জেলায়। চোরাপথে ভারতে ঢুকে সে দীর্ঘদিন ধরে বনগাঁ থানার পাটশিমুলিয়া মাঠপাড়া এলাকায় আত্মগোপন করে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
অন্যদিকে, ধৃত তিন যুবকের নাম মোহাম্মদ ফারুক, আরিফ মহম্মদ ও মোহাম্মদ মারুফ। তাঁদের বাড়ি বাংলাদেশের মিরপুর জেলায়। মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে বনগাঁ রেল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে, তারা চোরাপথে ভারতে ঢুকে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে কাজ করছিল। ধৃত চারজনকেই বুধবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন