Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

রিজার্ভেশন চার্ট আগাম প্রকাশে রেলের বড় সিদ্ধান্ত, স্বস্তি যাত্রীদের

 

Reservation-chart

সমকালীন প্রতিবেদন : শেষ মুহূর্তের অনিশ্চয়তা ও ভোগান্তি কমাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল। রেল সূত্রে খবর, দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট আগের তুলনায় আরও আগে প্রকাশ করা হবে। এতদিন ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে চূড়ান্ত চার্ট প্রকাশের নিয়ম থাকলেও, সেই সময়সীমা এগিয়ে আনার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ।

রেলমহলের মতে, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা। বহু দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যাত্রীরা অনেক আগেই বাড়ি থেকে স্টেশনের উদ্দেশে রওনা দেন। শেষ মুহূর্তে চার্ট প্রকাশের পর টিকিট কনফার্ম না হলে বড় সমস্যায় পড়তে হচ্ছিল তাঁদের। সেই বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই চার্ট প্রকাশের সময় এগিয়ে আনার উদ্যোগ।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, রাজধানী, শতাব্দী, দুরন্ত ও এক্সপ্রেস শ্রেণির দূরপাল্লার ট্রেনগুলিতে এই নতুন ব্যবস্থা প্রথমে চালু হতে পারে। চার্ট আগেভাগে প্রকাশ হলে যাত্রীরা সহজেই বিকল্প পরিকল্পনা করতে পারবেন‌। অন্য ট্রেনে টিকিট কাটা, যাত্রা বাতিল করা কিংবা ভ্রমণের সময়সূচি বদলানোর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, “যাত্রী স্বাচ্ছন্দ্যই আমাদের প্রধান লক্ষ্য। চার্ট আগে প্রকাশ হলে যাত্রীরা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।” আধুনিক ডিজিটাল বুকিং ব্যবস্থার উন্নতির ফলেই এই পরিবর্তন কার্যকর করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

যাত্রী সংগঠনগুলিও রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাঁদের দাবি, উৎসবের মরশুম বা ছুটির সময়ে দূরপাল্লার ট্রেনে যাত্রীর চাপ বাড়ে এবং তখন দেরিতে চার্ট প্রকাশ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নতুন নিয়ম চালু হলে এই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

রেল বোর্ডের তরফে শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি হতে পারে বলে জানা গিয়েছে। এখন নজর থাকছে, ঠিক কতটা আগে চার্ট প্রকাশ করা হবে এবং কবে থেকে এই নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়। তবে আগাম চার্ট প্রকাশের এই ঘোষণাতেই ইতিমধ্যেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বহু যাত্রী।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন