সমকালীন প্রতিবেদন : পুরসভা এলাকার নাগরিকদের সমস্যার কথা তাদের মুখ থেকে সরাসরি শোনার জন্য বনগাঁ পুরসভায় চালু হল 'জনতার দরবার'। বনগাঁ পুরসভার নতুন প্রধান দিলীপ মজুমদারের উদ্যোগে আজ থেকেই চালু হল এই ব্যবস্থা। প্রথমদিন পুরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নাগরিকেরা কেউ ব্যক্তিগতভাবে নিজের সমস্যা নিয়ে, আবার কেউ এলাকার সমস্যা নিয়ে দলবদ্ধভাবে পুরসভায় হাজির হয়ে পুরপ্রধানের কাছে তাঁদের কথা তুলে ধরলেন।
গত সপ্তাহেই পুরসভার প্রধানের পদে দায়িত্ব নিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ মজুমদার। শুরুতেই তিনি জানিয়েছিলেন, প্রতি রবিবার দিনের একটি বিশেষ সময়ে পুরসভায় তিনি সময় দেবেন, যেখানে নাগরিকদের কাছ থেকে সরাসরি তাদের প্রয়োজনীয়তা, সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন। সেই অনুযায়ী আজ প্রথম রবিবারেই বসে জনতার দরবার।
এদিন বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এলাকার একটি মন্দির সংলগ্ন কল এবং নিকাশি ব্যবস্থা সচল করার দাবি জানান পুরপ্রধানের কাছে। স্বপ্না সাহা নামে এলাকার বাসিন্দাদের একজন জানান, পুরপ্রধান তাঁদের দাবি শুনে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। পুরপ্রধানের এই আশ্বাসে খুশি এলাকার বাসিন্দারা।
এদিন একজন চাওয়ালার লোন, হাউস ফল অল প্রকল্পে আটকে থাকা বাড়ির কাজ, পাড়ায় বিদ্যুতের সমস্যার সতো নানা সমস্যার কথা শোনেন পুরপ্রধান। সবগুলি বিষয়ই কাগজে নথিভুক্ত করে সেগুলি দ্রুত সমাধানের জন্য দপ্তরের কর্মী, আধিকারিকদের নির্দেশ দেন পুরপ্রধান।
এব্যাপারে পুরপ্রধান দিলীপ মজুমদার জানান, 'অফিস চলাকালীন পুরসভা এলাকার অনেক বাসিন্দাই তাঁদের নিজেদের সমস্যার কথা সরাসরি পুরপ্রধানের কাছে তুলে ধরতে পারেন না। ফলে পুরপ্রধানের অজ্ঞাতে সেইসব সমস্যার সমাধান হতে চায় না। তাই আমার সময়কালে প্রতি রবিবার পুরসভার সাধারণ নাগরিকদের জন্য এই জনতার দরবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকবে। সেখানে তাঁরা সরাসরি আমার কাছে সমস্যার কথা তুলে ধরলে সাধ্যমতো তা দ্রততার সঙ্গে সমাধানের চেষ্টা করবো।'







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন