Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বনগাঁয় অনুপ্রেরণামূলক শিক্ষা শিবির

 

Inspirational-education-camp

সমকালীন প্রতিবেদন : ‌মাধ্যমিক পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস বাড়াতে বনগাঁয় আয়োজিত হল অনুপ্রেরণামূলক বিশেষ শিক্ষা শিবির। রবিবার বনগাঁর ছয়ঘরিয়া রাখালদাস হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে পড়ুয়াদের নির্ভয়ে পরীক্ষা দেওয়া এবং সর্বোচ্চ ফল করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় এবং সংগঠনের বনগাঁ শাখার সহযোগিতায় আয়োজিত এই শিক্ষাশিবিরে বনগাঁ শহর ও সংলগ্ন এলাকার মোট ২০টি স্কুলের ৩৬০ জন মাধ্যমিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পড়ুয়াদের সুবিধার্থে সাতটি বিষয়ের উপর আলাদা আলাদা বিশেষ ক্লাসের আয়োজন করা হয়। বিষয়ভিত্তিক এই ক্লাসগুলি নেন মোট ১৭ জন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক। উল্লেখযোগ্যভাবে, এই শিক্ষকদের অধিকাংশকেই বনগাঁ শহরের বাইরের এলাকা থেকে আমন্ত্রণ জানানো হয়।

এদিন সকালে শিক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের জেলা সভাপতি দেবাশীষ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবিতা সরকার, বনগাঁ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহশিক্ষক-শিক্ষিকারা।

রাখালদাস হাই স্কুলের প্রধান শিক্ষক মনোজ সাহা জানান, ২০২৬ সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে, তাদের পরীক্ষাভীতি দূর করা, সঠিক দিশা দেখানো এবং আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এই অনুপ্রেরণামূলক শিক্ষা শিবিরের আয়োজন। পড়ুয়ারা যাতে পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে ভালো ফল করতে পারে, সে দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জীবনের প্রথম বড় পরীক্ষাই হল মাধ্যমিক পরীক্ষা। আয়োজকদের মতে, সেই বড় পরীক্ষায় বসার আগে এই ধরনের শিক্ষাশিবির পড়ুয়াদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন