Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

এক মেট্রোতেই বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতা, পরীক্ষামূলক সরাসরি পরিষেবা চালু হচ্ছে

 

Direct-Metro-service

সমকালীন প্রতিবেদন : নিত্যযাত্রী ও বিমানযাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। আগামী সোমবার, ১৫ ডিসেম্বর থেকে জয় হিন্দ বিমানবন্দর (কলকাতা বিমানবন্দর) স্টেশন থেকে নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। এক বিজ্ঞপ্তিতে এই সুখবর জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু করা হচ্ছে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে দমদম বিমানবন্দরে আসা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন এই রুটে দু’টি সরাসরি মেট্রো চালানো হবে। একটি সকালে এবং অন্যটি সন্ধ্যার শেষ দিকে। প্রথম মেট্রোটি জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে সকাল ৯টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে রওনা দেবে। দ্বিতীয় ট্রেনটি রাত ৯টায় বিমানবন্দর স্টেশন থেকে ছাড়বে।

এই পরিষেবা চালু হলে বিমানবন্দর থেকে যাত্রীরা এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার কিংবা শহিদ ক্ষুদিরাম সংলগ্ন এলাকায় যেতে আর নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদলাতে হবে না। এক মেট্রোতেই দক্ষিণ কলকাতা পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব হবে। ফলে অফিসযাত্রী, পড়ুয়া, পর্যটক‌– সব শ্রেণির যাত্রীই উপকৃত হবেন বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

বিশেষ করে উৎসবের মরশুমে শহরতলি ও শহরের মধ্যে যাতায়াতের চাপ বাড়ে। এই সরাসরি পরিষেবা সেই ভিড় অনেকটাই কমাবে এবং যাত্রাকে আরও দ্রুত ও নির্বিঘ্ন করবে বলে দাবি মেট্রোর। কর্তৃপক্ষের বক্তব্য, পরীক্ষামূলক এই ব্যবস্থা সফল হলে ভবিষ্যতে পরিষেবার সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, গত ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে নোয়াপাড়া–বিমানবন্দর মেট্রো রুটের উদ্বোধন হয়। ২৫ অগস্ট থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় এই রুট। ইয়েলো লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন দমদম ক্যান্টনমেন্ট হয়ে শিয়ালদা–বনগাঁ শাখার বহু যাত্রী ইতিমধ্যেই এই মেট্রো পরিষেবা ব্যবহার করছেন। এবার বিমানবন্দর থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল শুরু হলে যাত্রীস্বাচ্ছন্দ্যে আরও এক ধাপ অগ্রগতি হবে বলেই মনে করা হচ্ছে।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন