Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরবে বসছে আইপিএল ‌২০২৬ এর নিলাম, ভারতের ২২৪ ক্রিকেটার নিলামে

 

IPL-2026-auction

সমকালীন প্রতিবেদন : ‌আইপিএলের আগামী মরসুমের নিলামের জন্য প্রথমে নাম নথিভুক্ত করেছিলেন ১৩৯০ জন ক্রিকেটার। কিন্তু বাছাই প্রক্রিয়া শেষে সেই তালিকা থেকে বাদ পড়েছেন এক হাজারেরও বেশি খেলোয়াড়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বশেষ ঘোষণায় নিশ্চিত করা হয়েছে, চূড়ান্ত নিলামে নামতে চলেছেন ৩৫০ জন। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম, ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে শুরু হবে। 

এ বারও দেশের বাইরে বসবে এই আয়োজন। সৌদি আরবেই হতে চলেছে আইপিএলের এই জমকালো দলবদলের আসর। ৩৫০ জন খেলোয়াড়ের মধ্যে ভারতীয় জাতীয় দলে খেলা ১৬ জন তারকা ক্রিকেটার রয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন দলের হয়ে খেলা বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৯৬। ঘরোয়া ভারতের ক্রিকেট থেকে ২২৪ জন এবং বিদেশি ঘরোয়া সার্কিটের ১৪ ক্রিকেটারকে রাখা হয়েছে তালিকায়। 

বিশেষ নজর কাড়ছে কলকাতা নাইট রাইডার্সের মুক্ত করা অলরাউন্ডার বেঙ্কটেশ আয়ারের নাম। তাঁর ন্যূনতম দর স্থির হয়েছে ২ কোটি টাকা। এই বছরের নিলামের কাঠামো সাজানো হয়েছে আটটি মূল্য বিভাগে। সবচেয়ে উচ্চস্তরের ক্যাটেগরির ন্যূনতম মূল্য ২ কোটি টাকা, যেখানে আছেন মোট ৪০ জন ক্রিকেটার। 

দ্বিতীয় বিভাগে রয়েছেন ৯ জন খেলোয়াড়, যাঁদের ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লক্ষ। বাকি ছ’টি শ্রেণিবিন্যাসে ন্যূনতম মূল্য ধাপে ধাপে নেমে এসেছে—১ কোটি ২৫ লক্ষ, ১ কোটি, ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকায়। তৃতীয় থেকে অষ্টম বিভাগে খেলোয়াড়ের সংখ্যা যথাক্রমে ৪, ১৭, ৪২, ৪, ৭ এবং ২২৭।

নিলামে নজর থাকবে প্রথম পাঁচ সেটে—আইপিএলের মূল আকর্ষণরা থাকছেন সেখানেই।

• প্রথম সেটে বর্ষীয়ান ব্যাটাররা—ডেভন কনওয়ে, সরফরাজ খান, ডেভিড মিলার, পৃথ্বী শ সহ আরও অনেকে।

• দ্বিতীয় সেটে অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন লিয়াম লিভিংস্টোন, বেঙ্কটেশ আয়ার, রাচিন রবীন্দ্র প্রমুখ।

• তৃতীয় সেট উইকেটরক্ষকদের—যেমন কুইন্টন ডি কক, জনি বেয়ারস্টো, রহমানুল্লা গুরবাজ।

• চতুর্থ সেটে দেখা যাবে পেস বোলার জেরাল্ড কোয়েৎজি, অনরিখ নরকিয়ে, শিবম মাভিদের মতো তারকাদের।

• পঞ্চম সেট বরাদ্দ স্পিনারদের জন্য—রবি বিশ্নোই, মুজিব উর রহমান, মাহিশ থিকশানা-সহ আরও অনেকে।

নিলামে অংশগ্রহণকারী ১০টি দল মোট ৭৭ জন ক্রিকেটার দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বাধিক ৩১। সবচেয়ে বেশি ৬৪ কোটি ৩০ লক্ষ টাকার পুঁজি নিয়ে নিলামে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এখন নজর থাকছে কারা কোন দলে যোগ দেন, আর কোন দল সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে মরসুমের লড়াই শুরু করে। আর তার দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন