সমকালীন প্রতিবেদন : ঘন ধোঁয়াশার জেরেই ভেস্তে গিয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। লখনউয়ের একানা স্টেডিয়ামে নির্ধারিত সময়েও খেলা শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসতে থাকেন হাজার হাজার ক্রিকেটপ্রেমী। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, ম্যাচের টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে দর্শকদের। তবে রিফান্ডের জন্য একাধিক শর্ত ও নির্দিষ্ট নিয়ম মানতে হবে।
বুধবার সন্ধে সাতটা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টসের আগেই জানা যায়, অত্যধিক বায়ুদূষণের কারণে সৃষ্ট কুয়াশায় দৃশ্যমানতা ভয়াবহ রকম কমে গিয়েছে। মাঠে তখন এমন পরিস্থিতি তৈরি হয় যে, দু’হাত দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। বারবার পরিস্থিতি পর্যালোচনা করেন আম্পায়ারেরা। শেষ পর্যন্ত ছ’বার মাঠ পরিদর্শনের পর রাত সাড়ে ন’টার সময় ম্যাচ বাতিলের বিষয়টি ঘোষণা করা হয়।
এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করে– শীতকালে উত্তর ভারতে বায়ুদূষণের সমস্যা জানা সত্ত্বেও কেন লখনউয়ে ম্যাচ রাখা হয়েছিল? ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই সময়ে উত্তর ভারতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করাই ছিল ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। আগাম সতর্কতা নেওয়া হলে হয়তো এই পরিস্থিতি এড়ানো যেত বলেও মত তাঁদের।
ম্যাচ বাতিলের পর টিকিটের টাকা ফেরত নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। বিসিসিআই স্পষ্ট করে জানিয়ে দেয়, টিকিট রিফান্ড তাদের দায়িত্ব নয়, আয়োজক হিসাবে এই সিদ্ধান্ত নেবে রাজ্য ক্রিকেট সংস্থা। বৃহস্পতিবার ইউপিসিএ সচিব প্রেম মনোহর গুপ্ত জানান, এক বলও খেলা না হওয়ায় নিয়ম অনুযায়ী দর্শকদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
ইউপিসিএ-র তরফে জানানো হয়েছে, যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁরা যে মাধ্যমে টাকা দিয়েছিলেন, সেই মাধ্যমেই রিফান্ড পাবেন। এ সংক্রান্ত সমস্ত নির্দেশিকা তাঁদের নথিভুক্ত ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, যাঁরা কাউন্টার থেকে টিকিট কিনেছিলেন, তাঁদের একানা স্টেডিয়ামের ২ নম্বর গেটের কাউন্টার থেকে টাকা ফেরত নিতে হবে। আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর– এই তিন দিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। সেক্ষেত্রে টিকিটের অংশ এবং বৈধ পরিচয়পত্র সঙ্গে আনতে হবে দর্শকদের।
ম্যাচ বাতিল হওয়ায় ক্ষুব্ধ লখনউয়ের ক্রিকেটপ্রেমীরা। অনেকের কাছেই এটি ছিল লখনউয়ের মাটিতে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি দেখার সুযোগ। শেষ পর্যন্ত টিকিটের পুরো টাকা ফেরতের ঘোষণা কিছুটা হলেও স্বস্তি দিলেও, ধোঁয়াশায় ভেস্তে যাওয়া এই ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই গেল।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন