সমকালীন প্রতিবেদন : বড়দিনের সন্ধ্যায় উৎসবের আবহে যখন গোটা গ্রাম আনন্দে মেতে উঠেছিল, সেই সুযোগকেই কাজে লাগাল দুষ্কৃতীরা। বাগদা থানার অন্তর্গত পাথুরিয়া এলাকায় পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এসেছে। বাড়ির মালিকদের অভিযোগ, সোনা ও নগদ মিলিয়ে মোট চুরির অঙ্ক ১০ লক্ষ টাকারও বেশি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর সন্ধ্যায় পাথুরিয়া বাজার সংলগ্ন দক্ষিণপাড়ার একাধিক পরিবার বড়দিন উপলক্ষে বাড়ির বাইরে ছিলেন। সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরের দল পরিকল্পনা করে এলাকায় হানা দেয়। পঙ্কজ বিশ্বাস, বিধান বিশ্বাস, দেবল বিশ্বাস ও শিশির হালদারের বাড়িকে লক্ষ্য করে একের পর এক চুরি চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, চোরেরা প্রথমে বাড়ির কলাপসিবল গেট ও মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর ঘরের মধ্যে থাকা আলমারি ও শোকেসের লক ভেঙে সোনার গয়না, কানের দুল, হাতের আংটি-সহ একাধিক মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। পাশাপাশি, বিভিন্ন বাড়িতে রাখা নগদ টাকাও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির মালিকদের দাবি, চারটি বাড়ি মিলিয়ে চুরির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকারও বেশি।
রাতের দিকে বাড়ির লোকজন ফিরে এসে ঘরের ভিতরের অবস্থা দেখে হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে বাগদা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং চারটি বাড়িতেই প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কীভাবে এত অল্প সময়ের মধ্যে পরপর চারটি বাড়িতে চুরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।
একই এলাকায় একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। তাঁদের অভিযোগ, উৎসবের মরসুমে রাতে পুলিশের টহল আরও জোরদার হলে এমন ঘটনা এড়ানো যেত। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। ঘটনার পর থেকে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন