সমকালীন প্রতিবেদন : ভোরের হালকা ঠান্ডা ও আরামদায়ক আবহাওয়া রাজ্যজুড়ে শীতের আগমনী বার্তা দিলেও, আবহাওয়াবিদদের মতে, এখনই আসল শীত নেমে আসছে না। আপাতত নতুন কোনও পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা নেই, বৃষ্টিপাতের পূর্বাভাসও নেই। তবে রবিবার থেকেই আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবি থেকে মঙ্গলবারের মধ্যে রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এই সময়ে ভোরে কুয়াশা বৃদ্ধি পাবে, ফলে কয়েকটি জেলায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারেরও নীচে। সকালে শীতের মতো অনুভূতি থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে ওই শীতের দাপট মিলিয়ে যাবে।
দক্ষিণবঙ্গের আকাশ আপাতত শুষ্কই থাকবে। রবিবার থেকে বাতাসের গতিপথে পরিবর্তন আসতে পারে— পশ্চিমের শীতল ও শুষ্ক হাওয়ার প্রভাব কমবে, তার জায়গায় বঙ্গোপসাগর থেকে পুবালি হাওয়া ঢুকবে জলীয়বাষ্প ও উষ্ণতা নিয়ে। এর জেরে কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা হওয়ার পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রা।
রবি থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে কুয়াশা ঘনাবে। যদিও রাতের তাপমাত্রায় তেমন তারতম্য হবে না। গাঙ্গেয় বঙ্গের কিছু এলাকায় পারদ নামতে পারে স্বাভাবিকের তুলনায় ২–৩ ডিগ্রি নিচে। এরপর পরবর্তী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে আবার বাড়বে।
উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ২–৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। আগামী ছয় থেকে সাত দিন শীতের আমেজ বজায় থাকবে।
রবি থেকে মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গেও কুয়াশা বাড়বে, দৃশ্যমানতা কিছু এলাকায় নেমে আসতে পারে ২০০ মিটারে। রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন না হলেও কোথাও কোথাও কয়েক ডিগ্রি কমতে পারে। তার পর ফের তিন দিন ধরে তাপমাত্রা বাড়ার প্রবণতা দেখা যাবে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১°C। শনিবার তা সামান্য বেড়ে হয়েছে ১৭.৬°C— যা এখনো স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা উঠতে উঠতে ১৯–২০ ডিগ্রির আশপাশে পৌঁছতে পারে।
শহরে কুয়াশার পরিমাণও বাড়বে বলে জানা গেছে। দুপুরের দিকে শীতের অনুভূতি বেশ কমে যাবে। সব মিলিয়ে শীতের আগমনী সুর মিললেও, আসল শীত পৌঁছতে আরও কয়েক দিন সময় লাগবে। সাময়িক কুয়াশা ও হালকা ঠান্ডার পর রবিবার থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন