Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ভারত ও শ্রীলঙ্কার আয়োজনে আগামী বছর টি–২০ বিশ্বকাপ

 

T20-World-Cup

সমকালীন প্রতিবেদন : আগামী বছর মার্চ–এপ্রিলে অনুষ্ঠিত হতে চলেছে পুরুষদের টি–২০ বিশ্বকাপ ২০২৬। আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ইতিমধ্যেই টুর্নামেন্ট আয়োজনের জন্য ভারতের পাঁচটি শহরকে চিহ্নিত করেছে বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। দু’বছর আগে এখানেই হয়েছিল এক দিনের বিশ্বকাপের ফাইনাল। 

বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়াম এবারও হতে পারে ক্রিকেট মহাযজ্ঞের চূড়ান্ত লড়াইয়ের কেন্দ্র। শিগগিরই প্রকাশিত হবে টুর্নামেন্টের সূচি, যেখানে স্পষ্ট হয়ে যাবে কোন কোন মাঠে ম্যাচ হবে। বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের তুলনায় এবার ম্যাচ কম মাঠে আয়োজন করা হবে। প্রতিটি মাঠে অন্তত ছ’টি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। 

সম্ভাব্য পাঁচটি শহর— আমদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বই। বেঙ্গালুরু ও লখনউ কোনও ম্যাচ পাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে, মহিলাদের বিশ্বকাপে যে মাঠগুলো ব্যবহৃত হয়েছিল, সেগুলোকে টি–২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর এবং নবি মুম্বই এই টুর্নামেন্টে ম্যাচ পাচ্ছে না।

শ্রীলঙ্কা, সহ–আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের ম্যাচ আয়োজন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান দল ভারতে না এসে লঙ্কাতেই তাদের সব ম্যাচ খেলবে। আইসিসি বর্তমানে শ্রীলঙ্কার একটিমাত্র শহর চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে, যেখানে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। যদি লঙ্কান দল সেমিফাইনালে ওঠে, তাদের ম্যাচটি কলম্বোয় হবে। তবে পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে, সেই ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।

এরই মধ্যে এশিয়া কাপ ২০২৫–এর বিতর্কিত ভারত–পাকিস্তান ম্যাচগুলিকে কেন্দ্র করে আইসিসি শাস্তি ঘোষণা করেছে। ‘পহেলগাম ট্রিবিউট’ মন্তব্যের জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। অপরদিকে, পাক পেসার হারিস রউফ একই হারে জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন, মাঠে উসকানিমূলক ভঙ্গির কারণে। 

সব মিলিয়ে, টি–২০ বিশ্বকাপ ২০২৬ আয়োজন ঘিরে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই ও আইসিসি। ক্রিকেট বিশ্বের নজর এখন ভারতের দিকে— যেখানে লক্ষ্য একটাই, নিখুঁত, নিরাপদ ও স্মরণীয় এক বিশ্বকাপ আয়োজন। আর ফাইনালের মঞ্চ হিসেবে আমদাবাদের নাম এখন প্রায় নিশ্চিত বলেই মনে করছে ক্রিকেটমহল।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন