Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

স্নায়ুজনিত সমস্যা থাকায় বেঙ্গালুরুতে বিশেষ রিহ্যাবে শুভমন গিল

 

Shubman-Gill-in-rehab

সমকালীন প্রতিবেদন : শুভমন গিলের মাঠে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে। ঘাড়ের চোটে আক্রান্ত হওয়ার পর থেকে ভারতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটারকে নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ও এক দিনের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে, আর এখন টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগে শুভমনকে দ্রুত সুস্থ করে তুলতেই নতুন করে বিশেষ চিকিৎসা–রুটিন তৈরি করেছে বোর্ডের মেডিক্যাল টিম।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গিয়েছে, মেরুদণ্ড বিশেষজ্ঞ অভয় নেনে ও বিসিসিআইয়ের চিকিৎসকরা মিলে শুভমনের জন্য একটি বিশেষ পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করেছেন। আপাতত মুম্বইতেই বিশ্রামে থাকবেন তিনি। কয়েক দিনের মধ্যেই তাঁকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে পাঠানো হবে, যেখানে শুরু হবে তাঁর রিহ্যাব। 

তার আগে কয়েক দিনের জন্য চণ্ডীগড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়কের। টি-টোয়েন্টি দলের সহ–অধিনায়ক হিসেবে শুভমনকে দলে পাওয়ার আশায় চিকিৎসা থেকে রিহ্যাব—সব ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বোর্ড। কলকাতায় টেস্ট চলাকালীনই শুভমনের ঘাড়ের ব্যথা বাড়তে শুরু করে। 

ম্যাচের দ্বিতীয় দিনে ঘাড় শক্ত হয়ে যাওয়ায় ৩টি বল খেলেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। ইডেন গার্ডেন্স থেকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। পরদিন ছাড়া পেলেও পরিস্থিতি ততটা উন্নত হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে গুয়াহাটিতে গেলেও খেলার সম্ভাবনা না থাকায় ম্যাচের আগের দিনই তাঁকে বিশ্রাম দিয়ে দেন কোচ গৌতম গম্ভীর। সেখান থেকেই তিনি মুম্বইয়ে ফিরে আসেন চিকিৎসার জন্য।

প্রথমে অনুমান করা হয়েছিল, বিষয়টি পেশি–জনিত। কিন্তু পরীক্ষা–নিরীক্ষার পর বোর্ডের সূত্র জানিয়েছে, শুভমনের সমস্যা স্নায়ুবিষয়ক। ব্যথা কমানোর জন্য তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং আরও কিছু দিন এই চিকিৎসা চলবে। চিকিৎসা শেষ হওয়ার পর শুরু হবে রিহ্যাব, তারপরই জানা যাবে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাব্য সময়সীমা।

যদিও বোর্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজে শুভমনের খেলার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে বিসিসিআই–এর এক কর্তা। তাঁর কথায়, “শুভমনকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়েছে। চিকিৎসার পর তাঁকে বিশ্রাম নিতেই হবে।”

সব মিলিয়ে শুভমনের মাঠে ফেরা এখন সময়ের অপেক্ষা। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ থেকেই হয়তো আবার নীল জার্সিতে দেখা যেতে পারে তাঁকে—প্রতীক্ষায় ক্রিকেটপ্রেমীরা।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন