Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আরও দু’মাস কঠিন শারীরিক প্রস্তুতি নিতে পারবেন না শ্রেয়স

 

Shreyas-Iyer

সমকালীন প্রতিবেদন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ভয়াবহ চোট পাওয়ার পর এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি শ্রেয়স আয়ার। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে তাঁকে পাওয়া যাবে না, এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নামা অনিশ্চিত। বিসিসিআইয়ের চিকিৎসক দল স্পষ্ট জানিয়েছেন, আগামী দু’মাস কোনও কঠিন বা পরিশ্রমী শারীরিক প্রস্তুতি নেবেন না শ্রেয়স।

২৫ অক্টোবর সিডনিতে অ্যালেক্স ক্যারির একটি ক্যাচ নিতে গিয়ে গুরুতরভাবে আঘাত পান ভারতীয় ব্যাটার। মাঠ ছাড়ার পর সরাসরি তাঁকে ভর্তি করা হয় সিডনির একটি হাসপাতালে, যেখানে কয়েক দিন আইসিইউতে রেখে চিকিৎসা হয়। প্লীহার ক্ষত সারাতে করা হয় ছোট অস্ত্রোপচারও। দেশে ফিরলেও এখনো মাঠে ফেরার মতো অবস্থায় আসতে পারেননি শ্রেয়স; স্বাস্থ্যপরীক্ষা বলছে তাঁর পেটের অভ্যন্তরীণ আঘাত পুরোপুরি সেরে ওঠেনি।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি করা ইউএসজি রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকেরা কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন। পেটে চাপ পড়ে এমন কোনও ব্যায়াম বা প্রশিক্ষণ আপাতত নিষিদ্ধ। চিকিৎসকেরা মনে করছেন, সম্পূর্ণ সুস্থ হতে শ্রেয়সের অন্তত ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। দু’মাস পর আবার একটি ইউএসজি করা হবে। রিপোর্ট সন্তোষজনক হলে তবেই শুরু হবে ট্রেনিং।

এই সময়ের মধ্যে তাঁর সমস্ত রিহ্যাব চলবে বিসিসিআইয়ের বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি জানুয়ারির নিউজিল্যান্ড সিরিজেও শ্রেয়সের না খেলার সম্ভাবনাই প্রবল। ১১, ১৪ ও ১৮ জানুয়ারির ওয়ানডেগুলিতে তাঁকে পাওয়া যাবে না বলেই মনে করছেন নির্বাচকেরা।

এবার প্রশ্ন উঠছে— ভারতীয় দলের মিডল অর্ডারে তাঁর জায়গা কে নেবেন? জানা গিয়েছে, নির্বাচক কমিটি তিলক বর্মার দিকে ঝুঁকছে। তরুণ হায়দরাবাদী ব্যাটার টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ৬৯ রানের ম্যাচ-জেতানো ইনিংস খেলে নিজের সামর্থ্য ইতিমধ্যেই প্রমাণ করেছেন।

শ্রেয়সের অনুপস্থিতি শুধু বর্তমান সিরিজেই নয়, বড় প্রভাব ফেলতে পারে তাঁর আন্তর্জাতিক ভবিষ্যতেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আদৌ বিবেচনায় থাকবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ, এই ফরম্যাটে বহুদিন তিনি জাতীয় দলে সুযোগ পাননি। এমন অবস্থায় মনে করা হচ্ছে, হয়তো আইপিএলেই মাঠে ফিরবেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। 

পরিস্থিতি স্পষ্ট— শ্রেয়স আয়ারের চোট সেরে ওঠার প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং চিকিৎসকেরা কোনওভাবেই তাড়াহুড়ো করতে চাইছেন না। ভারতের ব্যাটিং লাইনআপে গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার ঠিক কবে ফিট হয়ে মাঠে ফিরবেন, এখন নজর সেদিকেই।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন