Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

দলে থাকলেও দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন না শুভমন, নেতৃত্ব দেবেন ঋষভ

 

Second-Test

সমকালীন প্রতিবেদন : গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ভারতীয় শিবিরে নেমে এসেছে উদ্বেগের ছায়া। ইডেন টেস্টে চোট পাওয়ার পরেও দলে থাকলেও, ম্যাচে নেমে নেতৃত্ব দেওয়ার মতো পরিস্থিতিতে নেই শুভমন গিল। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে– এই টেস্টে তাঁকে না খেলিয়ে বিশ্রাম দেওয়াই উত্তম। দলের স্বার্থে এবং ভবিষ্যতের কথা ভেবেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাঁর অনুপস্থিতিতে গুয়াহাটির টেস্টে দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ।

ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম টেস্ট চলাকালীন দ্বিতীয় দিন হঠাৎ ঘাড়ে তীব্র ব্যথা অনুভব করেন শুভমন। ঘুম থেকে ওঠার পর থেকেই অস্বস্তি বাড়তে থাকে। ব্যথা কমানোর ওষুধ খেলেও কোনও স্বস্তি মেলেনি। ব্যাট করতে নামার আগে আবার ওষুধ নিলেও কাজে আসেনি। সাইমন হারমারকে স্লগ সুইপ মারতে গিয়ে ব্যথা আরও বেড়ে যায়। 

তৎক্ষণাৎ ফিজিয়ো মাঠে ছুটে এসে প্রাথমিক পরীক্ষা করে তাঁকে ড্রেসিংরুমে নিয়ে যান। মাত্র তিন বলের বেশি উইকেটে দাঁড়াতে পারেননি তিনি। চোটের গভীরতা তখনই পরিষ্কার। ঘাড় নাড়াতেই অসুবিধা হচ্ছিল, পাশাপাশি মেরুদণ্ডেও অস্বস্তির ইঙ্গিত মিলেছিল।

পরিস্থিতি বিবেচনা করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এমআরআই করানোর পর জানা যায়, ঘাড় শক্ত হয়ে যাওয়ার লক্ষণ স্পষ্ট। আশঙ্কার বিষয়,  ঠিক এক বছর আগে একই ধরনের চোট পেয়েছিলেন শুভমন। বর্তমান এমআরআই রিপোর্ট পূর্বেরটির সঙ্গে অনেকটাই মিলে গেছে। তবে চিকিৎসার সাড়া ভালো হওয়ায় পরের দিনই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি এবং দলের সঙ্গে টিম হোটেলে ফিরে যান।

চিকিৎসায় অগ্রগতি হওয়ায় ভারত অধিনায়ক বুধবারই বিমানের উদ্দেশে রওনা দেন। খেলোয়াড়রা যেখানে একসঙ্গে বাসে চেপে বিমানবন্দরে যান, শুভমন সেখানে আলাদা গাড়িতে পৌঁছোন, সঙ্গে ছিলেন দলের ফিজিয়ো। তাঁর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়– নেক কলার পরে হাঁটছেন তিনি, ঘাড় এখনও স্বাভাবিকভাবে নড়ছে না।

দলের সঙ্গে গুয়াহাটি গেলেও ম্যাচে নামা নিরাপদ নয়– এই সিদ্ধান্তেই শেষমেশ পৌঁছয় ভারতীয় ম্যানেজমেন্ট। সেই কারণেই দ্বিতীয় টেস্টে খেলবেন না শুভমন গিল। দায়িত্ব গ্রহণ করতে হবে ঋষভ পন্থকে। ভারতীয় দলের জন্য সিরিজের এই গুরুত্বপূর্ণ পর্বে অধিনায়কের অনুপস্থিতি বড় ধাক্কা হলেও, ভবিষ্যতে আরও গুরুতর চোটের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত যথাযথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন