Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ইডেনেই প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল ঋষভ পন্থের

 

Rishabh-Pant

সমকালীন প্রতিবেদন : হাইরোডের ভয়ঙ্কর দুর্ঘটনা যাঁকে থামাতে পারেনি, সামান্য চোটে থেমে যাবেন তিনি— তা সম্ভবই নয়। ভারতীয় ক্রিকেটে ঋষভ পন্থ যেন এক ঝড়ের নাম। চার মাস আগেও পায়ের পাতায় চোট পেয়ে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের মাঝপথে সরে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু এবার সেই একই লাল বল হাতে নিয়েই তিনি ফিরছেন জাতীয় দলে, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে। এবং সেটিও কিপার-ব্যাটার হিসেবে, সম্ভবত পাঁচ নম্বরে।

টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন— ধ্রুব জুরেল খেলবেন। তবে দুশখাতের ইঙ্গিত বলছে, একই একাদশে পন্থ ও জুরেলকে একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। নেট সেশনে পন্থের তৎপরতা যেন তা-ই ইঙ্গিত দিচ্ছিল। কখনও বুমরার দ্রুত গতির বলে, কখনও জাডেজার ঘূর্ণিতে, কখনও আবার নিজস্ব আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাচ্ছিলেন ভারতীয় ক্রিকেটের এই স্পাইডারম্যান।

ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও দীর্ঘ অনুশীলন করলেন তিনি। স্টাম্পের পিছনে দাঁড়িয়ে নানা রকম পরিস্থিতির মহড়া দিতে দেখা গেল তাঁকে। কারণ, ইডেনের পিচে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে— আর সেক্ষেত্রে কিপারের দায়িত্বও বিশাল। কোচ গৌতম গম্ভীরের তীক্ষ্ণ নজর ছিল তাঁর প্রতিটি নড়াচড়ার উপর।

সম্প্রতি ভারতের ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্টে কিপিং করেছিলেন পন্থ। শেষ দিনে সামান্য চোট পেলেও ব্যাট হাতে ফেরেন তিনি, খেলেন সাবলীল ইনিংস। সেই সময়ের সামান্য অনিশ্চয়তা আপাতত দূর হয়েছে।

ইডেনে তাঁকে দেখা গেল তিন রূপে— ব্যাটার, কিপার এবং চেনা রসিকতায় ভরপুর স্পাইডারম্যান অবতারে। সতীর্থদের সঙ্গে খুনসুটি, হাসিঠাট্টা, মাঠে উচ্ছ্বাস— সব মিলিয়ে পুরনো পন্থই যেন ফিরে এলেন। দর্শকরাও তাই মুখিয়ে আছেন তাঁর প্রত্যাবর্তনের মুহূর্ত দেখার জন্য।

চোটের পর ফেরা যে সহজ নয়, তা পন্থ নিজেও মানছেন। টেস্ট সিরিজের আগে বোর্ডের প্রকাশিত ভিডিয়োতে তিনি বলেন, “চোটের পর কামব্যাক করা সহজ নয়। কিন্তু ঈশ্বর, পরিবার ও সমর্থকদের আশীর্বাদ আমার সঙ্গে আছে। আমি শুধু নিজের নিয়ন্ত্রণে থাকা জিনিসগুলিই ঠিক রাখার চেষ্টা করি।”

দীর্ঘ রিহ্যাব, অবিশ্রান্ত পরিশ্রম আর অনমনীয় মানসিকতা— সব মিলিয়ে পন্থের ইডেন কামব্যাক যেন এক অধ্যবসায়ের প্রতীক। দুর্ঘটনার ধাক্কা, চোটের যন্ত্রণা পেরিয়ে ফের জাতীয় দলের জার্সি গায়ে উঠতে চলেছেন ভারতীয় ক্রিকেটের নির্ভীক তরুণ। আর সেই প্রত্যাবর্তনের সাক্ষী হতে প্রস্তুত গোটা ইডেন গার্ডেন্স।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন