Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

স্পিনার অমিত শুক্লার কৃতিত্বে বিরল নজির তৈরি হলো রনজি ট্রফিতে

 

Ranji-Trophy

সমকালীন প্রতিবেদন : হরিয়ানার রোহতকে চলা রনজি ট্রফি মরসুমে তৈরি হলো এক অনন্য নজির। ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ ইতিহাসেও যা হাতে গোনা কয়েকবারই দেখা গেছে। হরিয়ানা বনাম সার্ভিসেস ম্যাচে মাত্র ছয় ওভারে এক রানও না খরচ করে পাঁচ উইকেট শিকার করে যুগান্তকারী কীর্তি গড়েছেন সার্ভিসেসের তরুণ বাঁ-হাতি স্পিনার অমিত শুক্লা।

ম্যাচের প্রথম দিন থেকেই দুই দলের বোলারদের প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। সার্ভিসেসের ব্যাটিং দিয়ে সূচনা হওয়া ম্যাচে হরিয়ানার পেস আক্রমণের সামনে ২০৫ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস। কিন্তু দ্বিতীয় দিনের সকালে যে চিত্র ফুটে উঠল, তা রীতিমতো অভাবনীয়। মাত্র ছয় ওভারে পাঁচটি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় আমূল ঘুরিয়ে দেন ২২ বছরের অমিত। 

আশ্চর্যজনকভাবে, তার এই পাঁচ শিকার নেওয়ার সময় প্রতিপক্ষ ব্যাটাররা তার বিরুদ্ধে একটি রানও তুলতে পারেননি। সাম্প্রতিক সময়ের ঘরোয়া ক্রিকেটে কোনো স্পিনারের এমন দাপট সচরাচর দেখা যায় না। ফলে অল্প কয়েকটি ম্যাচ খেলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উত্তরপ্রদেশের ফৈজাবাদের এই উঠতি প্রতিভা। 

২০২৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে অমিত এখন পর্যন্ত সাত ম্যাচে ৩২ উইকেট সংগ্রহ করেছেন। নিয়মিত ধারাবাহিক সাফল্যের সুবাদে নির্বাচকদের নজরও ইতোমধ্যেই তার দিকে ঘুরেছে। তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ৬৫ রানে ৭ উইকেট।তবে রোহতকের এই অবিশ্বাস্য স্পেল নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।

অমিতের ক্রিকেট যাত্রাপথও কম নাটকীয় নয়। মাত্র ১৪ বছর বয়স পর্যন্ত তিনি ক্রিকেট খেলেননি। পরে লখনউতে ইন্ডিয়ান আর্মির মাঠে আবার প্রশিক্ষণ শুরু করেন। তাঁর বাবা একজন সেনাবাহিনীর সদস্য, যিনি ছেলের ক্রিকেট-স্বপ্ন বাস্তব করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৮ বছরে পা দেওয়ার পর অমিত মডেলিংয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত মন দেন ক্রিকেটেই‌।

আজ তার সেই সিদ্ধান্তকে সার্থক করে তুলছে মাঠের পারফরম্যান্স। রোহতকের এই স্পেল শুধু ম্যাচের গতিপথই বদলায়নি, ভবিষ্যতের ভারতীয় স্পিন ভান্ডারে এক নতুন নামের আগমনের বার্তাও শুনিয়ে দিল। সার্ভিসেসের হয়ে উদীয়মান এই বাঁ-হাতি স্পিনার এখন রনজি ট্রফির নতুন প্রতীক্ষিত মুখ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন