সমকালীন প্রতিবেদন : শিয়ালদা সেকশনের যাত্রীদের জন্য বড়সড় ঘোষণা করল পূর্ব রেল। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে শিয়ালদা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে– নতুন এসি লোকাল চালু, বেশ কয়েকটি রুটে ট্রেন সংখ্যা বৃদ্ধি, কিছু পুরনো লোকালের যাত্রাপথ বিস্তৃত করা সহ বিধাননগর ও দমদম জংশন স্টেশনে কোন সেকশনের ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, সেই নিয়েও নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
শিয়ালদা বিভাগের ডিআরএম রাজীব সাক্সেনার বক্তব্য অনুযায়ী, "এই সামগ্রিক উন্নয়ন শিয়ালদা বিভাগের যাত্রী সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন। দমদম ক্যান্টনমেন্ট পরিষেবা মেট্রো ব্যবহারকারী যাত্রীদের আরও সুবিধা দেবে। আর রবিবারের এসি লোকাল সম্প্রসারণ পরিবারগুলোর আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে।"
ইতিমধ্যেই শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-রানাঘাট রুটে এসি লোকাল চালু রয়েছে। এবার আরও বাড়ানো হল এসি পরিষেবা। কল্যাণী ও কৃষ্ণনগর রুটে নতুন চারটি এসি লোকাল যুক্ত হচ্ছে। নতুন শিয়ালদা-কল্যাণী এসি লোকাল ছাড়ার সময় দুপুর ৩:১০ মিনিট। স্টপেজ: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া এছাড়া কল্যাণী থেকে শিয়ালদা এসি লোকালের ছাড়ার সময় ভোর ৫:০২ মিনিট।
নতুন শিয়ালদা–কৃষ্ণনগর এসি লোকাল ছাড়ার সময় ১১:৫৫ মিনিট। স্টপেজ: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাট, কালীনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর। কৃষ্ণনগর থেকে শিয়ালদাগামী নতুন এসি লোকালের ছাড়ার সময় দুপুর ৩:৫৭ মিনিট।
রানাঘাট–বনগাঁ–শিয়ালদা এসি লোকাল এবং শিয়ালদা–বনগাঁ–রানাঘাট এসি লোকালে এবার থেকে গোপালনগর ও বামনগাছি স্টেশনেও থামবে। এই পরিবর্তনের ফলে প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রীর সুবিধা আরও বাড়বে।
শুধু নতুন এসি ট্রেনই নয়, সাধারণ লোকাল রুটেও পরিবর্তন এনেছে রেল।
১) দমদম ক্যান্টনমেন্ট–বনগাঁর মধ্যে আরও একটি লোকাল ট্রেন চালু হচ্ছে। ছাড়ার সময় রাত ৮:০৫ মিনিট। চলবে প্রতিদিন।
২) নতুন একটি বনগাঁ–বারাসত লোকাল ট্রেন প্রতিদিন চলবে, ছাড়ার সময় রাত ১০ টা
৩) বিবাদীবাগ–ব্যারাকপুর লোকাল এখন থেকে কল্যাণী পর্যন্ত যাবে।
৪) ব্যারাকপুর–শিয়ালদহ লোকাল এবার থেকে কল্যাণী–শিয়ালদহ পর্যন্ত চলবে।
৫) হাসনাবাদ–বারাসত লোকাল এবার থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে।
এই পরিবর্তনের মাধ্যমে উত্তরশহর, নদিয়া ও উত্তর ২৪ পরগনার বহু যাত্রীর সরাসরি সংযোগ আরও মজবুত হবে। বিধাননগর ও দমদম জংশন স্টেশনে কোন সেকশনের ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে তার স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে প্ল্যাটফর্মে ভিড় কমবে এবং যাত্রীদের ট্রেন ধরতে আর বিভ্রান্তির মুখে পড়তে হবে না।
নতুন এসি ট্রেন, স্টপেজ বৃদ্ধি, যাত্রাপথ সম্প্রসারণ এবং নতুন লোকাল চালুর ফলে শিয়ালদা সেকশনের সামগ্রিক পরিষেবা আরও আধুনিক ও যাত্রীবান্ধব হয়ে উঠছে। প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ নিত্যযাত্রী এই সেকশনে চলাফেরা করেন। তাদের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। ডিআরএম রাজীব সাক্সেনার কথায়– শিয়ালদা বিভাগ এখন যাত্রীসেবাকে প্রথম অগ্রাধিকার দিয়ে এগোচ্ছে এবং নতুন এই পরিষেবাগুলি সেই উন্নয়নেরই প্রমাণ।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন