সমকালীন প্রতিবেদন : ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়া সমাজের ভেতরে নতুন অধ্যায়ের সূচনা হল। একই রেজিস্ট্রেশন নম্বরে তৃতীয় সংগঠনের ঘোষণা করল সারা ভারত মতুয়া মহাসংঘ। নতুন সংঘাধিপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিজেপি বিধায়ক ও ঠাকুরবাড়ির বড় ছেলে সুব্রত ঠাকুর। মঙ্গলবার সারা ভারত মতুয়া মহাসংঘের ৩৯তম বার্ষিক মহাসম্মেলন ও রাস উৎসবের মঞ্চ থেকেই তাঁর নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান সেবায়েত তথা প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।
এর আগে এখনও পর্যন্ত একই রেজিস্ট্রেশনে ঠাকুরবাড়ির ভেতর দুটি সংগঠন সক্রিয় রয়েছে। তার একটির সংঘাধিপতি কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ শান্তনু ঠাকুর এবং অন্যটির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। এবার সুব্রত ঠাকুরের নেতৃত্বে তৃতীয় মতুয়া মহাসংঘের আত্মপ্রকাশে ঠাকুরবাড়ির রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ।
এব্যাপারে সুব্রত ঠাকুর জানিয়েছেন, '১৯৩২ সাল থেকে পিছিয়েপড়া মানুষের উন্নতির জন্য মতুয়া মহাসংঘ কাজ করে আসছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংগঠন নতুন দিশা হারাচ্ছিল। তাই সময়ের প্রয়োজনে আমরা নতুনভাবে সংগঠন তৈরি করেছি।' তাঁর দাবি, আগের সংগঠনে প্রশাসনিক ও নৈতিক দুর্বলতা তৈরি হয়েছিল, কাজের স্বচ্ছতা নষ্ট হচ্ছিল, এমনকি “দালাল রাজ” বলেও কটাক্ষ করেন তিনি। নতুন সংগঠন সেই অবস্থা থেকে মুক্তি দেবে বলেই আশা প্রকাশ করেছেন সুব্রত ঠাকুর।
নতুন মতুয়া মহাসংঘের উপদেষ্টা পরিষদে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, একাধিক বিজেপি বিধায়ক ও মতুয়া সম্প্রদায়ের প্রবীণ নেতারা। সুব্রত ঠাকুরের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এই সংগঠন মূলত সমাজকল্যাণমূলক কাজ ও মতুয়া সংস্কৃতির পুনর্জাগরণের ওপর জোর দেবে।
অন্যদিকে, নতুন সংগঠন গঠনের পরেই বড় ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, 'দাদা সুব্রত ঠাকুরের নেতৃত্বে মতুয়া সমাজ আরও ঐক্যবদ্ধভাবে কাজ করুক, এই কামনাই করি।' তবে তিনি কটাক্ষের সুরে বলেন, 'কেউ যদি পদের লোভে, নিজের অস্তিত্ব প্রমান করতে নতুন সংগঠন তৈরি করেন, তাতে কোনও বাধা নেই। ঠাকুরবাড়িতে সবার আলাদা সংগঠন তৈরি করার অধিকার আছে।'
নতুন এই সংগঠন তৈরির ঘটনায় ঠাকুরবাড়ির ভাঙন আরও গভীর হল, এমনই মনে করছে অভিজ্ঞ মহল। ঠাকুরনগরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই নতুন সংগঠন। রাজনৈতিক মহলের ধারণা, সুব্রত ঠাকুরের এই পদক্ষেপ মতুয়া রাজনীতির অভ্যন্তরীণ শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন