Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতের এক দিনের দল ঘোষণা

 

India-one-day-team

সমকালীন প্রতিবেদন : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। চোটের কারণে শুভমন গিলের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লোকেশ রাহুলের হাতে। প্রায় দু’বছর পর আবার ওয়ানডে দলে অধিনায়কত্ব করতে দেখা যাবে তাঁকে। শেষবার ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা সফরেই ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। 

শুধু শুভমন নয়, একই কারণে মাঠের বাইরে রয়েছেন শ্রেয়স আয়ারও। অস্ট্রেলিয়া সফরে এক দিনের সিরিজে উপ-অধিনায়ক হিসেবে থাকা শ্রেয়স পাঁজরে আঘাত পেয়ে আইসিইউ পর্যন্ত পৌঁছেছিলেন। এখনও তাঁর সুস্থ হতে সময় লাগবে মাস দুয়েক। এই পরিস্থিতিতে নতুন অধিনায়ক নির্বাচন ছাড়া উপায় ছিল না জাতীয় নির্বাচকদের। যদিও রোহিত শর্মা বা ঋষভ পন্থের নামও শোনা গিয়েছিল, শেষ পর্যন্ত অভিজ্ঞ রাহুলের উপরই ভরসা রাখল বিসিসিআই।

পরীক্ষামূলক পথে না হেঁটে স্থিতিশীলতা আনার লক্ষ্যে অভিজ্ঞ ব্যাটসম্যানদেরই বেছে নেওয়া হয়েছে। নির্বাচকরা স্পষ্ট জানিয়েছেন, টেস্ট সিরিজের অপ্রত্যাশিত ফলাফলের পর ঝুঁকি নিতে তাঁরা নারাজ। তাই রাহুলের কাঁধে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারদেরও। 

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে। এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার মতো ফিট না হওয়ায় হার্দিক পান্ডিয়াকেও দলে রাখা হয়নি। এই প্রেক্ষাপটে তরুণদের ওপর জোর দেওয়া হয়েছে।

দলের পরিসংখ্যানও রাহুলের দিকে আস্থা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি, যার মধ্যে জয় এসেছে ১১টিতে—জয়ের হার ৬৮.৭৫ শতাংশ। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ৩০২ রান, চারটি অর্ধশতরানসহ গড় ৩৩.৫৫ এবং স্ট্রাইক রেট ৮২.২৮। অভিজ্ঞতা ও ধারাবাহিকতাই তাঁকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রেখেছে।

৩০ নভেম্বর রাঁচিতে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা অভিযান। বাকি দুটি ম্যাচ ৩ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ব্যাটিং বিভাগের পাশাপাশি অলরাউন্ড সেকশনে জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের উপস্থিতি ভারসাম্য দেবে বলে মনে করা হচ্ছে। বাংলা পেসার মহম্মদ শামি এখনও দলে জায়গা পাননি।

ভারতের দল : লোকেশ রাহুল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি এবং প্রসিদ্ধ কৃষ্ণ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন