Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

হোবার্টে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত

 

India-equalizes-the-series

সমকালীন প্রতিবেদন : ওডিআই সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোই ছিল ভারতের প্রধান লক্ষ্য। প্রথম দুটি ম্যাচে ব্যর্থতা এলেও, তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। হোবার্টে রোমাঞ্চকর লড়াইয়ে পাঁচ উইকেটে জয় তুলে নিয়ে নয় বল বাকি থাকতেই ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল টিম ইন্ডিয়া।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। অধিনায়কের আস্থার মর্যাদা রেখে দুরন্ত শুরু করেন বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। প্রথম ওভারেই ফেরান ট্র্যাভিস হেডকে, পরের ওভারে জশ ইংলিসকেও সাজঘরে পাঠান তিনি। এর পরেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ও মিচেল ওয়েন-কে ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন টিম ডেভিড ও মার্কাস স্টোইনিস। ৩৮ বলে ৭৪ রানের দাপুটে ইনিংস খেলেন ডেভিড। স্টোইনিস করেন ৬৪ রান শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১৮৬ রান।

ভারতের পক্ষে অর্শদীপ ৩৫ রানে ৩ উইকেট নেন, বরুণ চক্রবর্তীর ঝুলিতে যায় ২ উইকেট, আর শিবম দুবে পান ১ উইকেট। ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন ভারতের ওপেনাররা। মারমুখী মেজাজে ব্যাট করেন অভিষেক শর্মা। সহ-অধিনায়ক শুভমান গিলআবারও ব্যর্থ, যা ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখবে। এরপর নেমে রানের গতি বাড়ান অধিনায়ক সূর্যকুমার যাদব। তিলক বর্মা ও অক্ষর প্যাটেল কিছুটা অবদান রাখলেও বড় রান পাননি।

শেষ পর্যন্ত দায়িত্ব নেন ওয়াশিংটন সুন্দর ও জীতেশ শর্মা। ওয়াশিংটন খেলেন ২৩ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস। প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া জীতেশ শর্মা ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন। তাঁদের ব্যাটেই ভারত পৌঁছে যায় লক্ষ্যে। ১৮.৩ ওভারে ৫ উইকেটে ভারত করে ১৮৮ রান। ৩ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘ম্যাচের সেরা’ নির্বাচিত হন অর্শদীপ সিং। 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতলেও, তৃতীয় ম্যাচে ভারতের এই দাপুটে জয়ে পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে ভারতকে। ভারতের পরবর্তী ম্যাচ ৬ নভেম্বর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জয় তাই শুধু একটি ম্যাচ নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রতীক বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন