Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান মহারণ হবার সম্ভাবনা

 

India-Pakistan-cricket-War

সমকালীন প্রতিবেদন : ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র আড়াই মাস বাকি। কিন্তু এখনও চূড়ান্ত সূচি ঘোষণা করেনি আইসিসি। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই মেগা ইভেন্ট ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ায় তীব্র উত্তেজনা। ২০ দলের এই প্রতিযোগিতার সম্ভাব্য সূচি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা–সমালোচনা।

রেভস্পোর্টজ-এর প্রকাশিত খসড়া সূচি অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে পারে আমেরিকার বিরুদ্ধে। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। কিন্তু সব কিছুকে ছাপিয়ে আগ্রহের কেন্দ্রে রয়েছে ভারত–পাকিস্তান দ্বৈরথ। দাবি করা হচ্ছে, দুই প্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে। যদিও কোন স্টেডিয়ামে ম্যাচটি হবে—আর প্রেমদাসা না আর. প্রেমাসা—তা এখনও চূড়ান্ত হয়নি।

এবারের বিশ্বকাপেও আগের মতো ২০ দল চারটি গ্রুপে ভাগ হবে। সম্ভাব্য সূচি থেকে ইঙ্গিত মিলেছে, ভারত, পাকিস্তান ও আমেরিকা আবারও একই গ্রুপে পড়তে পারে। ২০২৪ বিশ্বকাপেও এই তিন দল ছিল একই গ্রুপে। ভারত যেখানে পাকিস্তান ও আমেরিকা—দু’ দলকেই হারিয়েছিল, সেখানে আমেরিকা সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বড় চমক দিয়েছিল।

ভূরাজনৈতিক কারণে এবার পাকিস্তান ভারত সফর করবে না। ফলে তাদের সব ম্যাচই শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ভারত–পাকিস্তান ম্যাচের লজিস্টিকস নিয়েও আলোচনার ঝড় উঠেছে দুই বোর্ডের মধ্যে। পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছায়, সেই ম্যাচগুলিও শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা রয়েছে। একই নিয়ম প্রযোজ্য থাকবে আয়োজক দেশ শ্রীলঙ্কার ক্ষেত্রেও। তবে দু’ দলই যদি শেষ চারে না ওঠে, তবে দুই সেমিফাইনালই ভারতের মাটিতে আয়োজন করতে পারে আইসিসি।

ফাইনালের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে ক্রিকেট মহলে প্রবল জল্পনা—বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম, আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামই চূড়ান্ত গন্তব্য হতে পারে। ভারত–পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই একটা আলাদা পর্যায়ের উত্তেজনা। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি এই দুই দেশ একই গ্রুপে পড়ে, তাহলে তো কথাই নেই। 

এই ম্যাচ দেখতে মুখিয়ে থাকবেন দুই দেশের ক্রিকেট ভক্তরা। আর তাই ভারত–পাকিস্তানের এই সম্ভাব্য লড়াইকে কেন্দ্র করে টিকিটের চাহিদাও আকাশছোঁয়া হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি কবে প্রকাশিত হবে, তা নিয়ে আইসিসি মুখ না খুললেও ক্রিকেটমহল নিশ্চিত—খুব শীঘ্রই প্রকাশ পাবে পূর্ণাঙ্গ খসড়া। প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজক দু’ দেশও।‌






‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন