Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

এসআইআর চালুর বিরোধীতা করে এবার আমরণ অনশন কর্মসূচি ঠাকুরবাড়িতে

 

Hunger-strike

সমকালীন প্রতিবেদন : নাগরিকত্ব ইস্যু ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্রের প্রস্তাবিত এসআইআর চালুর বিরোধীতা করে এবার আমরণ অনশন শুরু করলেন মতুয়ারা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা সারা ভারত মতুয়া মহা সংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের নির্দেশ মতো ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বুধবার সকাল থেকে এই অনশন কর্মসূচি শুরু হয়েছে। অংশ নিয়েছেন মতুয়া সংগঠনের নেতা ও মতুয়া ভক্তরা।

এই মুহূর্তে মমতা ঠাকুর বাইরের রাজ্যে থাকায় তিনি এই কর্মসূচিতে এখন অংশ নিতে পারছেন না। তাঁর অনুগামীরা অনশন চালিয়ে যাচ্ছেন ঠাকুরবাড়ির সামনে। তবে তিনি ফোনে জানান, কেন্দ্রের পরিকল্পিত এসআইআর প্রকল্প চালু হলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম নাগরিক তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। 

অনশনকারীদের মূল দাবি, নাগরিকত্ব দিতে হবে নিঃশর্তভাবে। বাংলাদেশি ঘোষণা বা বিদেশি কাগজপত্র দেখিয়ে নাগরিকত্ব নয়। ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে আসা সমস্ত ছিন্নমূল মানুষকে নাগরিকত্বের আওতায় আনতে হবে।

অন্যদিকে, এব্যাপারে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এই আন্দোলনকে ‘রাজনৈতিক নাটক’ বলে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, “অনশন আন্দোলনের নামে নাটক করা হচ্ছে। এসব কিছুই বাস্তবে হচ্ছে না। যারা বাংলাদেশি বা রোহিঙ্গা, তারাই নিজেদের বাঁচাতে এই নাটক করছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা ঠাকুরের এই পদক্ষেপ নিছক প্রতিবাদ নয়, এটি স্পষ্টতই রাজনৈতিক বার্তা বহন করছে। মতুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাবশালী ভোটব্যাঙ্ক। সেই ভোটব্যাঙ্ককে কেন্দ্র করেই বিজেপি ও তৃণমূলের প্রতিযোগিতা তুঙ্গে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন