সমকালীন প্রতিবেদন : আবারও বনগাঁয় মাদক চক্রের সক্রিয়তা ধরা পড়ল পুলিশের জালে। গাঁজার ডেলিভারি দিতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক মাদক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ভিরে পূর্বপাড়া এলাকায়। ধৃত ব্যক্তির নাম ইমাদুল মণ্ডল (বয়স প্রায় ৩৫), বাড়ি বাগদা থানার মেহেরানি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার একদল পুলিশ শনিবার রাতে ভিড়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ইমাদুলকে। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে ১০ কেজি গাঁজা। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ইমাদুল মণ্ডল বনগাঁ ও আশপাশের এলাকায় গাঁজা সরবরাহ করত। এর আগেও সে একাধিকবার এইভাবে মাদক পাচার করেছে বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গাঁজাটি সে এলাকার এক গ্রাহকের কাছে পৌঁছে দিতে এসেছিল।
উল্লেখ্য, কয়েক দিন আগেই বনগাঁর সুভাষপল্লী এলাকায় হেরোইন সরবরাহ করতে এসে পুলিশের নজর এড়িয়ে পালিয়েছিল এক যুবক। এবার আবারও গাঁজা পাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বনগাঁ এলাকায়। ধৃতকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তার খোঁজে তদন্ত শুরু হয়েছে।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন