সমকালীন প্রতিবেদন : বর্ষা বিদায় নিয়েছে অনেক আগেই, তবুও বৃষ্টি আর মেঘের দাপট যেন পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি আর মেঘলা আকাশ। তবে এবার মিলতে পারে স্বস্তি–রবিবার থেকেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির দাপট, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বৃষ্টি কমবে, আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হলেও, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও হ্রাস পাবে। অর্থাৎ, সপ্তাহের শুরুটা কাটবে তুলনামূলক আরামদায়ক আবহাওয়ায়।
তবে হাওয়া অফিসের সতর্কবার্তা, শীত এখনই নয়। যদিও তাপমাত্রা আগামী দুই-তিন দিনে কিছুটা নামবে, তবু সেটিকে শীতের আগমনী হিসেবে ধরা যাবে না। এদিকে বঙ্গোপসাগরে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরির ইঙ্গিত মিলেছে। এর প্রভাবে সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বাড়বে জলীয়বাষ্পের পরিমাণ। ফলে বুধবার ও বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতায় সোমবার থেকে দেখা যাবে রৌদ্রজ্জ্বল আকাশ।
সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় বদল আসবে। বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। আবহাওয়া দপ্তরের মতে, এই সময়ের অস্থিরতা ঋতু পরিবর্তনেরই ইঙ্গিত। বর্ষার ছায়া মিলিয়ে গিয়ে ক্রমশ এগিয়ে আসছে হেমন্তের আবহ, তবে শীতের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন