Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপ জিতলে পুরুষ দলের থেকেও বেশি অর্থ পুরস্কার পাবে ভারতের মহিলা ক্রিকেট দল

 

World-Cup-prize

সমকালীন প্রতিবেদন : ইতিহাস আর মাত্র এক ধাপ দূরে। রবিবার নবি মুম্বইয়ে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতের মহিলা ক্রিকেট দল। জিতলেই প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে হরমনপ্রীত কউররা। এর আগে দু’বার ফাইনালে উঠে ব্যর্থ হয়েছিলেন ঝুলন গোস্বামী ও মিতালি রাজদের প্রজন্ম। কিন্তু এবার লক্ষ্য একটাই–কাপ ঘরে তোলা।

শুধু ইতিহাস নয়, জয়ের সঙ্গে আসছে অভূতপূর্ব আর্থিক পুরস্কারও। ফাইনালে জয়ী দল পাবে ৩৭.৩ কোটি টাকা, যা পুরুষদের বিশ্বকাপের পুরস্কার অর্থের থেকেও বেশি। রানার্স-আপ দল পাবে ২০ কোটি টাকা। মোট পুরস্কার মূল্য ধরা হয়েছে ১১৬ কোটি টাকা, যা ২০২২ সালের তুলনায় প্রায় ২৩৯ শতাংশ বৃদ্ধি।

তুলনায় দেখা যায়, ২০২২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১১ কোটি টাকা, আর রানার্স ইংল্যান্ড পেয়েছিল ৫ কোটি। এবার সেই অঙ্ক প্রায় তিনগুণেরও বেশি বেড়েছে। প্রতিটি অংশগ্রহণকারী দল পাবে ২ কোটি টাকা করে। সপ্তম স্থানে থাকা বাংলাদেশ ও অষ্টম স্থানে থাকা পাকিস্তান পাবে ২.৩ কোটি টাকা করে। পঞ্চম স্থানের শ্রীলঙ্কা এবং ষষ্ঠ স্থানের নিউজিল্যান্ড দল পাবে ৫.৮ কোটি টাকা করে। এমনকি গ্রুপ পর্বে প্রতিটি জয়েই দলগুলি পাবে ২৮ লক্ষ টাকা করে।

পুরুষদের ২০২৩ সালের বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল প্রায় ৮৮ কোটি টাকা, যেখানে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ৪ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় অর্থমূল্যে যা প্রায় ৩৫ কোটি টাকা। অর্থাৎ, হরমনপ্রীত কউরদের জন্য নির্ধারিত পুরস্কার অর্থ পুরুষদের তুলনায় প্রায় ২.৩ কোটি টাকা বেশি। এই নজির মহিলা ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দৃষ্টান্ত বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

এদিকে, এখনও হাতে কাপ ওঠেনি, কিন্তু গোটা দেশ তাকিয়ে রয়েছে রবিবারের ফাইনালের দিকে। প্রোটিয়া চ্যালেঞ্জের মুখে টিম ইন্ডিয়া। জয়ের পর যদি ট্রফি হাতে ওঠে, তাহলে শুধু ভারত নয়, ক্রিকেট বিশ্বও সাক্ষী থাকবে এক অভিনব উদযাপনের। কারণ, প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর নিজেই ঘোষণা করেছেন—“যদি ভারত কাপ জেতে, তাহলে আমি আর জেমাইমা রদ্রিগেজ একসঙ্গে গান গাইব!” 

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর জানিয়েছেন, “২০২৪ সালে বিসিসিআই–এর একটি অনুষ্ঠানে আমরা একসঙ্গে গেয়েছিলাম। এবার যদি কাপ জিতে যায় ভারত, তাহলে সেই মুহূর্তের পুনরাবৃত্তি হবে।” এই ঘোষণা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই বলছেন, ভারতের সম্ভাব্য জয় শুধু ক্রিকেটের ইতিহাসই বদলাবে না, বরং ‘জ্যাম উইথ জেমাইমা’ হয়ে উঠবে ভারতীয় ক্রীড়াজগতের সবচেয়ে সুরেলা উদযাপন।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন