Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বৈভবের আগ্রাসী ব্যাটিং দেখার প্রস্তুতিতে কলকাতা

Batting-of-Vaibhav

সমকালীন প্রতিবেদন : শীতের শুরুতেই কলকাতার আবহে জমে উঠছে ঘরোয়া টি-টোয়েন্টির লড়াই। সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপ ‘বি’কে কেন্দ্র করে এখনই উত্তেজনা তুঙ্গে ক্রিকেটমহলে। কারণ শুধু টুর্নামেন্টের গুরুত্বই নয়, সেই সঙ্গে রয়েছে এক বিশেষ আকর্ষণ—মাত্র ১৪ বছর বয়সেই বিহার দলের সহ-অধিনায়ক বৈভব সূর্যবংশী। বয়স, প্রতিভা আর আত্মবিশ্বাস—তিনের মিশেলে ইতিমধ্যেই দেশের নজরে উঠে এসেছেন এই কিশোর ব্যাটার। কলকাতায় তাঁর আগমন ঘিরে উৎসাহ তাই অন্য মাত্রায় পৌঁছেছে।

এবারের গ্রুপ ‘বি’র ম্যাচ আয়োজন করছে সিএবি। শহরের দুই উল্লেখযোগ্য ভেন্যু—ইডেন গার্ডেন্স এবং সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে পর্যায়ক্রমে হবে সাতটি ম্যাচ। এই দীর্ঘ সূচির ফলে কলকাতার দর্শকদের সামনে বারবার ব্যাট হাতে নামবেন সূর্যবংশী। তাঁর চার-ছক্কার ঝড় এর আগেই বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে আলোচিত হয়েছে। 

২৬ নভেম্বর ইডেনে চণ্ডীগড়ের বিরুদ্ধে বিহারের প্রথম ম্যাচ দিয়েই শুরু হবে সূর্যবংশীর কলকাতা অধ্যায়। ম্যাচ শুরু বিকেল সাড়ে ৪টায়, তাই সেই দিনই গ্যালারিতে ভিড় জমার সম্ভাবনা প্রবল। এরপর ২৮ নভেম্বর সকাল ১১টায় একই মাঠে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নামবে বিহার। 

৩০ নভেম্বর জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এবং ২ ডিসেম্বর মহারাষ্ট্রের সঙ্গে টানা দুটি ম্যাচ ইডেনে, যার দু’টি সকাল ও একটি সন্ধে সেশনে খেলানো হবে। এরপর গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ সল্টলেকে—৪ ডিসেম্বর গোয়া, ৬ ডিসেম্বর হায়দরাবাদ এবং ৮ ডিসেম্বর উত্তরপ্রদেশ। এই সাত দিনের ব্যস্ত সূচিতে সূর্যবংশীর পারফরম্যান্স নজর কাড়বে বলেই মনে করছে ক্রিকেটমহল।

শুধু সূর্যবংশীই নন, কলকাতার ক্রিকেটপ্রেমীরা দেখতে পাবেন আরও বহু তারকাকে। রিঙ্কু সিং এর ব্যাটিং, বেঙ্কটেশ আয়ারের অলরাউন্ড দক্ষতা, উমরান মালিকের আগুনে গতি, রুতুরাজ গায়কোয়াড়ের নিখুঁত টাইমিং, পৃথ্বী শ-এর পাওয়ারহিটিং কিংবা অর্জুন তেন্ডুলকরের ধারাবাহিক উন্নতি—সব মিলিয়ে টুর্নামেন্টটি হয়ে উঠতে চলেছে প্রতিভার দারুণ মেলবন্ধন। তরুণ প্রতিভা ও ভারতীয় ক্রিকেটের ‘নেক্সট জেনারেশন’কে কাছ থেকে দেখার বিরল সুযোগ এনে দিচ্ছে এই প্রতিযোগিতা।

শীতের হাওয়ার মধ্যে ইডেন গার্ডেন্স ও সল্টলেকে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আবহ। ব্যস্ত শহরের মাঝেই ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে সাত দিনের টানটান উত্তেজনা, ছক্কা-চারের ঝড় এবং ভবিষ্যৎ তারকাদের উত্থান দেখার সুবর্ণ সুযোগ। সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ ‘বি’—এবার কলকাতা সাক্ষী থাকবে এক নতুন ক্রিকেট উন্মাদের।‌






‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন