Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

২০২৯ সালের মহিলা বিশ্বকাপ ক্রিকেটে বাড়ছে দলের সংখ্যা

 

2029-Women-World-Cup

সমকালীন প্রতিবেদন : সাম্প্রতিক মহিলা ক্রিকেট বিশ্বকাপের অভূতপূর্ব সাফল্যের জেরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিতে চলেছে এক ঐতিহাসিক পদক্ষেপ। মহিলা ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও প্রতিযোগিতার মানকে আরও প্রসারিত করতে সংস্থাটি ঘোষণা করেছে, ২০২৯ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে দশটি দল। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে যেখানে আটটি দল লড়েছিল, সেখানে এবার আরও দুটি দল যোগ দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হবে আরও তীব্র ও আকর্ষণীয়।

আইসিসির মতে, এই সিদ্ধান্ত শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি নয়– এর মাধ্যমে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ দিশা আরও প্রসারিত হবে। নতুন দেশগুলিকে বড় মঞ্চে খেলার সুযোগ দেওয়াই মূল উদ্দেশ্য। এর ফলে একদিকে যেমন আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়বে, তেমনই মহিলা ক্রিকেটে বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন ও প্রতিভা গঠনে উৎসাহিত হবে বিভিন্ন দেশ। 

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এটি মহিলা ক্রিকেটের বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ, যা খেলার বৈশ্বিক জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, “এবারের বিশ্বকাপ মহিলা ক্রিকেটের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় রচনা করেছে। মাঠে প্রায় তিন লক্ষ দর্শক উপস্থিত ছিলেন, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বজুড়ে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা গেছে অসাধারণ সাড়া।”

বিশেষ করে ভারত ও দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ ঘিরে তৈরি হয়েছিল অভূতপূর্ব উন্মাদনা। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষদের দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। অনলাইনে সেই ফাইনাল ম্যাচ দেখেছেন প্রায় ৪৪৬ মিলিয়ন দর্শক, যার মধ্যে জিওহটস্টারে একাই ১৮৫ মিলিয়ন অর্থাৎ প্রায় ১৯ কোটি মানুষ ছিলেন। এই সংখ্যা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দর্শক সংখ্যার প্রায় সমান।

দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারত প্রথমবারের মতো মহিলা ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন হয়। সেই ঐতিহাসিক জয় কেবল ভারতীয় ক্রিকেট নয়, পুরো মহিলা ক্রিকেটের ক্ষেত্রেই এক নতুন অধ্যায় রচনা করেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই জয়ের পর মহিলা ক্রিকেটের প্রতি আগ্রহ, বিনিয়োগ ও দর্শকসংখ্যা যে বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তা আইসিসির সিদ্ধান্তে স্পষ্ট প্রতিফলিত।

আইসিসির এই নতুন উদ্যোগে আশার সঞ্চার হয়েছে গোটা ক্রিকেট দুনিয়ায়। আগামী কয়েক বছরে আরও বেশি দেশ মহিলা ক্রিকেটে মনোযোগ দেবে, নতুন প্রতিভা উঠে আসবে– এই প্রত্যাশাই এখন সর্বত্র।‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন