সমকালীন প্রতিবেদন : একদিনের সিরিজে তিন ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার ছোটদের টেস্টেও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের দাপট। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে প্রথম যুব টেস্টে স্বাগতিক অজিদের এক ইনিংস ও ৫৮ রানে পরাজিত করল ভারতীয় দল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বৈভব সূর্যবংশী বাহিনী।
প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ২৪৩ রানে অলআউট হয়ে যায়। ভারতের পক্ষে মিডিয়াম পেসার দীপ্তেশ দেবেন্দ্রন দারুণ বোলিং করে পাঁচ উইকেট দখল করেন। এরপর ব্যাট হাতে ইতিহাস রচনা করে ১৪ বছরের বৈভব সূর্যবংশী। মাত্র ৭৮ বলে শতরান করে দ্রুততম যুব সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৮৬ বলে ১১৩ রান করে সাজঘরে ফেরেন বৈভব। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৮টি ছক্কা।
বৈভবের ঝড়ো ব্যাটিংয়ের পর বেদান্ত ত্রিবেদীর ঝকঝকে ইনিংস আরও শক্ত ভিত গড়ে দেয় ভারতের। ১৯২ বলে ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে বড় স্কোর এনে দেন তিনি। সব মিলিয়ে ভারত তোলে ৪২৮ রান, ফলে ১৮৫ রানের বিশাল লিড গড়ে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আবারও ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। দীপ্তেশ দেবেন্দ্রন দ্বিতীয় ইনিংসেও নেন ৩ উইকেট, ফলে ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে ভারতীয় জয়ের নায়ক হয়ে ওঠেন। এছাড়া খিলান প্যাটেল ৩টি এবং অনমোলজিৎ সিং ও কিষাণ কুমার ২টি করে উইকেট ভাগ করে নেন।
এই জয়ের পর নজর কাড়লেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি হাঁকানো সর্বকনিষ্ঠ ব্যাটার হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার লিয়াম ব্ল্যাকফোর্ড ১২৪ বলে সেঞ্চুরি করেছিলেন। বৈভবের সেঞ্চুরি তার চেয়েও দ্রুত।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের জয় নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষত বৈভবের ইনিংসকে ঘিরে শোরগোল। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, বয়স কম হলেও তার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়ার মতো প্রতিভার ঝলক স্পষ্ট।
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে আগামী ৭ অক্টোবর, ম্যাকেতে। প্রথম ম্যাচে ভারতের দাপট দেখে ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন যুব দলের পরবর্তী লড়াইয়ের জন্য।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন