Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বিশ্বরেকর্ড গড়ে উজ্জ্বল ভারতের ‘মিস্টার ৩৬০’ সূর্যকুমার যাদব

 

Suryakumar-Yadav

সমকালীন প্রতিবেদন : ক্যানবেরার আকাশ সেদিন ছিল একেবারে অনিশ্চিত। বারবার নামছিল বৃষ্টি, থেমে যাচ্ছিল খেলা। কিন্তু সেই অস্থির আবহাওয়া যেন আরও বেশি উজ্জীবিত করেছিল সূর্যকুমার যাদবকে। ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও, এর মধ্যেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।

মাত্র ২৪ বলে অপরাজিত ৩৯ রান করে সূর্য স্পর্শ করলেন এক বিরল মাইলফলক– আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০টি ছক্কার ক্লাবে প্রবেশ। শুধু তাই নয়, এই রেকর্ডে তিনি ভেঙে দিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিলের পুরনো রেকর্ড। গাপ্টিল যেখানে ১৫০টি ছক্কার মাইলফলক ছুঁয়েছিলেন ১০৫তম ইনিংসে, সূর্য সেখানে পৌঁছে গেলেন মাত্র ৮৬তম ইনিংসে।

এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুত ১৫০টি ছক্কা মারার কৃতিত্ব এখন সূর্যের ঝুলিতে। সবমিলিয়ে বিশ্বরেকর্ড এখনও রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির মুহম্মদ ওয়াসিমের দখলে, যিনি ৬৬ ইনিংসে ১৫০ ছক্কা মেরেছিলেন। কিন্তু পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে সূর্যই এখন এক নম্বর।

প্রথমে ১০ বলে মাত্র ১২ রান করেছিলেন সূর্য। অনেকেই ভেবেছিলেন হয়তো এবারও তাঁকে থামিয়ে দেবে আবহাওয়া ও পরিস্থিতি। কিন্তু ২০ রানের গণ্ডি পার হতেই শুরু হয় তাঁর আগ্রাসী ব্যাটিং। বৃষ্টিতে বারবার খেলা বন্ধ হলেও সূর্যের ব্যাটের ছন্দ একবারের জন্যও নষ্ট হয়নি। একের পর এক ক্লাসিক শট, স্টেপ আউট করে মার, উইকেটের চারপাশে অবাধ নিয়ন্ত্রণ— যেন প্রমাণ করে দিলেন কেন ক্রিকেট বিশ্ব তাঁকে ‘মিস্টার ৩৬০’ বলে ডাকে।

২৪ বলের ইনিংসে সূর্য মারেন ৩টি চার ও ২টি ছক্কা। দ্বিতীয় ছক্কাটিই তাঁকে নিয়ে যায় ইতিহাসের পাতায়। খেলা বন্ধ হওয়ার সময় ভারতের রান ছিল ৯.৪ ওভারে ১ উইকেটে ৯৭। সূর্যের সঙ্গে অপর প্রান্তে অপরাজিত ছিলেন শুভমান গিল, যিনি ২০ বলে ৩৭ রানে দারুণ সঙ্গ দিয়েছিলেন অধিনায়ককে। সূর্য কুমারের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। 

কিন্তু ক্যানবেরার এই ইনিংস যেন সব কণ্ঠরোধ করে দিল। নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ছন্দে ফিরে, আবারও প্রমাণ করলেন তিনি বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার। ম্যাচ ভেস্তে যাওয়ায় ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু সূর্যকুমারের এই অর্জন ভারতীয় ক্রিকেটে নতুন গর্বের মুহূর্ত যোগ করল। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন