Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

রোহিত-কোহলির ব্যর্থতায় শুভমন গিল যুগের সূচনায় লজ্জার হার ভারতের

 

Shameful-defeat-of-India

সমকালীন প্রতিবেদন : পারথের আকাশ মেঘে ঢাকা, পিচে দাপট গতি ও সুইংয়ের। আর সেই মেঘলা রাতে ভারতীয় ক্রিকেট ভক্তদের মুখেও ছায়া পড়ল হতাশার। বহু প্রতীক্ষার পর একদিনের দলে ফিরেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডেতে নামলেন শুভমন গিল। কিন্তু কামব্যাক ম্যাচে ব্যর্থ হলেন দুই তারকা, ভেঙে পড়ল ভারতের ব্যাটিং। ফল—বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ উইকেটে সহজ জয় অস্ট্রেলিয়ার। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মিচেল মার্শের দল।

পারথে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। মেঘলা আবহাওয়ায় শুরু থেকেই ভয়ঙ্কর হয়ে ওঠেন অজি পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। চতুর্থ ওভারেই হ্যাজেলউডের বলে খোঁচা দিয়ে আউট হন রোহিত শর্মা—যিনি এদিন ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন। মাত্র দু’ওভার পরেই স্টার্কের শিকার হন বিরাট কোহলি। প্রত্যাবর্তনের ম্যাচে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন “কিং কোহলি”। 

শুভমন গিলও অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে হতাশ করেন—নাথান এলিসের বলে ১০ রান করে আউট। এর মাঝেই বারবার বৃষ্টিতে থেমে যায় খেলা। চার দফা বৃষ্টি শেষে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৫০ থেকে ২৬ ওভারে। ছোট ওভারের চাপে রানের গতি বাড়াতে গিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। একমাত্র মধ্যক্রমে খানিক প্রতিরোধ গড়েন লোকেশ রাহুল এবং অক্ষর পটেল। তাঁরা দুজন যথাক্রমে করেন ৩৮ ও ৩১ রান করেন। তাঁদের ব্যাটে ১০০ পেরোয় ভারতের ইনিংস। 

শেষ দিকে প্রথম আন্তর্জাতিক ম্যাচে নামা তরুণ নীতীশ রেড্ডি ১৯ রানের ক্যামিও খেললেও বড় রান তোলায় ব্যর্থ হয় দল। নির্ধারিত ওভারে ভারতের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৩৬ রানে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে লক্ষ্য দাঁড়ায় ১৩১। ১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুটা ঝোড়ো করে ট্রেভিস হেডের ব্যাটে। যদিও অর্শদীপ সিং তাঁকে ফিরিয়ে খানিক আশার সঞ্চার করেন। কিছুক্ষণ পর অক্ষর পটেল আউট করেন ম্যাথু শর্টকে। 

কিন্তু এরপর আর কোনও চাপ তৈরি করতে পারেননি ভারতীয়রা। জশ ফিলিপেকে ওয়াশিংটন সুন্দর আউট করলেও তখন স্কোরবোর্ডে প্রায় ১০০ রান। ৪৬ রান করে অপরাজিত থাকা অধিনায়ক মিচেল মার্শ ও ইনগলিশ সঙ্গীরা অনায়াসেই ২১.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে দেন। ফলে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় অস্ট্রেলিয়ার দখলে।

একদিনের অধিনায়ক হিসেবে শুভমন গিলের শুরুটা যে এতটা হতাশাজনক হবে, তা কেউ ভাবেননি। রোহিত-কোহলির প্রত্যাবর্তনও রঙ আনতে পারল না। ব্যাট হাতে ব্যর্থতা, বল হাতে অদক্ষতা—সব মিলিয়ে পারথ টেস্টের মতোই ভারতের ওয়ানডে অভিযান শুরু হল ধাক্কা খেয়ে। সিরিজে ঘুরে দাঁড়াতে এখন মরিয়া “মেন ইন ব্লু”।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন