Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

চোট সারিয়ে এবার জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে পন্থের

 

Rishabh-Pant

সমকালীন প্রতিবেদন : দীর্ঘ বিরতির পর ফের মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। শেষবার তাঁকে দেখা গিয়েছিল জুলাই মাসে, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে। সেই ম্যাচেই পায়ে গুরুতর চোট পান তিনি। ভাঙা পা নিয়েই ব্যাট করতে নামলেও, এরপর থেকে সম্পূর্ণ সময়টাই মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে। অবশেষে চোট সারিয়ে মাঠে ফেরার কাউন্টডাউন শুরু করে দিয়েছেন এই তরুণ তারকা।

ইংল্যান্ড থেকে ফেরার পর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ পুনর্বাসন পর্বে ছিলেন পন্থ। জানা গিয়েছে, ব্যাটিং এবং উইকেটকিপিং— দুই ক্ষেত্রেই তিনি এখন পুরোপুরি ফিট। এনসিএ-র চিকিৎসক ও প্রশিক্ষকরা তাঁকে ‘ফিট সার্টিফিকেট’ও দিয়েছেন। যদিও এখনও পর্যন্ত তাঁর উপর নজরদারি অব্যাহত রেখেছে বোর্ড।

সব কিছু ঠিক থাকলে, আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম টেস্ট সিরিজেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে পারে পন্থের। ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে দিল্লি রনজি ট্রফিতে দুটি ম্যাচ খেলবে। পন্থ সেই ম্যাচগুলির একটিতে বা দু’টিতেই নামতে পারেন, তবে ঠিক কোন ম্যাচে তাঁকে দেখা যাবে, তা নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার উপর। 

ঘনিষ্ঠ সূত্রের খবর, ২৫ অক্টোবর দিল্লির পরবর্তী ম্যাচের আগে নিজের অবস্থা বিচার করে সিদ্ধান্ত নেবেন তিনি। এবারের রনজি মরশুমে দিল্লির অধিনায়ক হিসাবে পন্থের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচে তাঁকে বিশ্রামে রাখা হয়, নেতৃত্বের দায়িত্ব সামলান তরুণ আয়ুশ বাদোনি। দলের অন্দরে খবর, পন্থ ফিরলেও বাদোনির হাতেই অধিনায়কত্ব থাকার সম্ভাবনা বেশি।

পন্থের ঘনিষ্ঠমহলের এক সদস্য জানিয়েছেন, দিল্লির কোচ শরণজিৎ সিং তাঁর সঙ্গে কথা বলে মরশুমের নেতৃত্ব নিতে রাজি করিয়েছিলেন ঠিকই, কিন্তু পন্থ নিজে হঠাৎ দলে ফিরে অধিনায়ক হতে আগ্রহী নন। তাঁর লক্ষ্য এখন একটাই— ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পেয়ে আবার ভারতীয় দলে জায়গা করে নেওয়া।

সব মিলিয়ে, কালীপুজোর পরই স্পষ্ট হয়ে যাবে— ঋষভ পন্থ ঠিক কবে ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তবে একটা বিষয় পরিষ্কার, জাতীয় দলের জার্সি গায়ে তাঁর প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন