সমকালীন প্রতিবেদন : অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। একদিনের সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজেও প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে ফিরছে আয়ুষ মাত্রেদের দল। বুধবার দ্বিতীয় যুব টেস্টে ভারত ৭ উইকেটে সহজ জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। কিন্তু সিরিজ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর আউট ও আম্পায়ারের সঙ্গে তাঁর বচসা।
প্রথম ইনিংসে নিজের ছন্দে শুরু করেছিল ১৪ বছর বয়সি বৈভব। মাত্র ১৪ বলেই দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ২০ রান তুলে ফেলেছিল সে। কিন্তু এরপরই শুরু হয় বিতর্ক। অস্ট্রেলিয়ার চার্লস লাচমুন্ডের এক ইনসুইং ডেলিভারি উইকেটকিপার লি ইয়ংয়ের হাতে পৌঁছতেই আম্পায়ার আউট ঘোষণা করেন। কিন্তু বৈভবের দাবি ছিল, বল ব্যাটে নয়, তার পায়ে লেগে উইকেটকিপারের হাতে গিয়েছে।
আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বৈভব কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকে এবং আম্পায়ারের সঙ্গে কথাও বলে। যদিও শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে তাকে মাঠ ছাড়তে হয়। সাধারণত মাঠে শান্ত স্বভাবের জন্য পরিচিত এই কিশোর ব্যাটারের এমন আচরণে অবাক ক্রিকেট মহল। অনেকের মতে, আন্তর্জাতিক স্তরের চাপ সামলানোর শিক্ষা এখনই নিতে হবে তরুণ প্রতিভাকে।
প্রথম ইনিংসে ভারত অলআউট হয় ১৭১ রানে। তার আগে অস্ট্রেলিয়া থেমে যায় মাত্র ১৩৫ রানে। দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়া কোনও লড়াই গড়ে তুলতে পারেনি। হেনিল আবারও বিধ্বংসী বোলিং করে ৩টি উইকেট নেন, নমন পুষ্পকও তুলে নেন ৩টি উইকেট। মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ৮৪ রানের।
কিন্তু রান তাড়া করতে নেমে আবারও ব্যর্থ বৈভব। প্রথম বলেই চার্লস লাচমুন্ডের বলে জুলিয়ান অসবোর্নের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। এবার কোনও রানও করতে পারেনি সে। যদিও দুটি টেস্ট মিলিয়ে তার মোট রান দাঁড়িয়েছে ১৩৩। শেষ পর্যন্ত বেদান্ত ত্রিবেদীর ব্যাটে ভর করে ভারত ৩ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে।
প্রথম টেস্টে এক ইনিংস ও ৫৮ রানের ব্যবধানে জয় পাওয়া ভারতের দল দ্বিতীয় ম্যাচেও প্রভাব বিস্তার করে সহজে সিরিজ নিজেদের করে নিল। একদিনের সিরিজের জয়ের পর এবার টেস্ট সিরিজেও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ভারতীয় যুব দল প্রমাণ করল, ভবিষ্যতের ক্রিকেটে তারাই নেতৃত্ব দেবে। তবে একই সঙ্গে বৈভব সূর্যবংশীর আউট ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং চাপ সামলানোর মানসিক প্রস্তুতির বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেল সিরিজ শেষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন