সমকালীন প্রতিবেদন : রানাঘাট ভায়া বনগাঁ হয়ে শিয়ালদহ শাখায় আজ থেকে বাণিজ্যিকভাবে চালু হয়ে গেল নতুন এসি লোকাল। প্রতিদিন ভোরে বিপুল সংখ্যক অফিসযাত্রী ও সাধারণ মানুষকে যাতায়াত করতে হয় এই রুটে। গরমে ভিড়ভাট্টা সামলাতে অনেক সময় অসুবিধার মুখে পড়তে হয় যাত্রীদের। এবার সেই সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
রেল দফতরের তরফে জানানো হয়েছে, নতুন এই এসি লোকালটি প্রতিদিন সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট স্টেশন থেকে ছাড়বে। ৭টা ৪২ মিনিটে পৌঁছবে বনগাঁ স্টেশনে। সেখান থেকে আবার ৭টা ৫২ মিনিটে ছেড়ে শিয়ালদার উদ্দেশে রওনা দেবে। সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে বনগাঁ শাখার যাত্রীরা শিয়ালদা পৌঁছে সহজেই অফিসগামী অন্যান্য ট্রেন পরিষেবা ব্যবহার করতে পারেন।
বনগাঁ-শিয়ালদহ শাখা পূর্ব রেলের অন্যতম ব্যস্ততম রুট। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন প্রায় ৩.৫ থেকে ৪ লক্ষ যাত্রী এই লাইনে যাতায়াত করেন। বিশেষত সকাল ৭টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৫টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলিতে ভিড় চরমে ওঠে। অনেক সময়ে দাঁড়িয়ে যাত্রা করাও কঠিন হয়ে পড়ে।
এই রুটে বর্তমানে দৈনিক গড়ে ৯০টিরও বেশি লোকাল ট্রেন চলাচল করে। এর মধ্যে বেশিরভাগই সাধারণ লোকাল। অফিসের সময় সেসব ট্রেনে ঠাসাঠাসি ভিড় যাত্রীদের কাছে নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে।
নতুন এসি লোকাল চালুর খবরে খুশি বনগাঁ ও রানাঘাট শাখার যাত্রীরা। বনগাঁর এক নিয়মিত অফিসযাত্রী বলেন, “ভিড়ের জন্য প্রতিদিনই বিপাকে পড়তে হয়। নতুন এসি লোকাল চালু হলে অন্তত কিছুটা আরাম পাওয়া যাবে।” যাত্রীরা জানান, “আমরা দীর্ঘদিন ধরে দাবি করছিলাম এই রুটে এসি লোকাল চালুর। এবার সেই দাবি পূরণ হলো। আশা করছি আরও কয়েকটি এসি লোকাল চালু হবে ভবিষ্যতে।”
রেল সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে যাত্রী চাহিদা অনুযায়ী একটিমাত্র এসি লোকাল চালু করা হচ্ছে। তবে ভবিষ্যতে যদি যাত্রী সাড়া ভালো পাওয়া যায়, তবে এই রুটে আরও কয়েকটি এসি লোকাল চালু করার পরিকল্পনা রয়েছে। আপাতত রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদহ রুটে নতুন এসি লোকালের উদ্যোগ যাত্রীদের যাত্রা আরও স্বস্তিদায়ক করবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন