Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

অবসরের পরেই বিদেশের লিগে খেলতে যাওয়ার সিদ্ধান্ত রবিচন্দ্রন অশ্বিনের

 

Ravichandran-Ashwin

সমকালীন প্রতিবেদন : আইপিএল থেকে অবসর নিয়েছেন দিনকয়েক হল। ইতিমধ্যেই নাকি ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর সেটা ভারতে নয়, অস্ট্রেলিয়ায়। শোনা যাচ্ছে, অজিভূমে বিগ ব্যাশ লিগে খেলার জন্য ইতিমধ্যেই কথাবার্তা চলছে ৩৮ বছর বয়সি স্পিনারের। সেই জল্পনা সত্যি হলে, প্রথম ভারতীয় হিসেবে বিবিএলে খেলবেন অশ্বিন। 

তবে এখনও কোনও কিছুই নিশ্চিত নয়। কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। গত বছর টেস্ট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন তারকা অফস্পিনার। আর কিছুদিন আগেই আইপিএল থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ ক্রিকেটার। নিজেই ইচ্ছে প্রকাশ করছিলেন যে বিশ্বের অন্যান্য লিগেও খেলতে চান। সেই মতই এবার বিগ ব্যাশেও পা বাড়াতে পারেন অশ্বিন।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ অশ্বিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিছুদিন আগেও। তারকা ক্রিকেটারকে বিগ ব্যাশে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। গ্রিনবার্গ জানিয়েছিলেন, ''অশ্বিনের মতো কোনও ক্রিকেটারকে বিগ ব্যাশের সঙ্গে যুক্ত করতে পারাটা টুর্নামেন্টের মান আরও উঁচু স্তরে নিয়ে যাবে। ওঁ একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। বিগ ব্যাশে অনেক কিছু করার ও ভাল পারফরম্যান্স করার সুযোগ থাকছে অশ্বিনের সামনে। তরুণ ক্রিকেটাররাও ওঁকে দেখে উদ্বুদ্ধ হবে।''

৩৮ বছরের তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭৬৫টি উইকেট নিয়েছেন তাঁর ১৪ বছরের কেরিয়ারে। আগামী ডিসেম্বরে শুরু হতে চলেছে আইএলটি-টোয়েন্টি। সেখানেও খেলার ইচ্ছে প্রকাশ করেছেন অশ্বিন। এছাড়া, ২০২৬ মরশুমের হান্ড্রেডে খেলার জন্য নিলামেও নাম তুলতে পারেন তারকা স্পিনার। ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও খেলছেন অশ্বিন। 

রবিচন্দ্রন অশ্বিনকে ইন্টারন্যাশনাল লিগ টি ২০-এর জন্য সই করানো হয়েছে । এই টুর্নামেন্টের জন্য নিলাম ৩০ সেপ্টেম্বর দুবাইতে হতে চলেছে । আইএলটি-২০-তে ছয়টি দল অংশ নেবে। এর মধ্যে আবু ধাবি নাইট রাইডার্স, দুবাই ক্যাপিটালস, গালফ জায়ান্টস, ডেজার্ট ভাইপার্স, শারজা ওয়ারিয়র্স এবং এমআই এমিরেটস-এর নাম অন্তর্ভুক্ত। অশ্বিন এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার বিষয়ে সম্মতি জানিয়ে বলেছিলেন যে, যদি তিনি এই লিগের জন্য রেজিস্ট্রেশন করেন, তবে তিনি কোনও না কোনও দল খুঁজে পাবেন। 

অশ্বিন এই ৬ দলের মধ্যে একটির অধিনায়ক হতে পারেন। এই বিষয়ে অশ্বিনের বিশেষ বন্ধু প্রসন্ন আগোরাম তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'যদি সবকিছু ঠিক থাকে, তবে অশ্বিন খুব শীঘ্রই একটি গ্লোবাল টি ২০ লিগে অধিনায়ক হতে পারে।'' গত বছর ব্রিসবেন টেস্টের পর আচমকাই অস্ট্রেলিয়া সফরে থাকাকালিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন