সমকালীন প্রতিবেদন : ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল পারফর্ম করেও এশিয়া কাপের দলে জায়গা পাননি ওয়াশিংটন সুন্দর। অজিত আগরকরেরা তাঁকে রিজার্ভে রেখেছিলেন। তাই এবার নিজেই নিলেন নিজের কেরিয়ারের সিদ্ধান্ত। ভারতের এই তরুণ অলরাউন্ডার এবার বসে না থেকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিলেন বলে খবর।
তবে অনেকেই বলছেন, ২ অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি নিতে কাউন্টি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। সূত্রের খবর, হ্যাম্পশায়ারের হয়ে খেলতে যাচ্ছেন ওয়াশিংটন। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দু’টি ম্যাচে খেলবেন। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে চুক্তির কথা জানিয়েছেন হ্যাম্পশায়ার কর্তৃপক্ষ। সমারসেট এবং সারের বিরুদ্ধে খেলবেন লাল বলের ক্রিকেট।
সোশ্যাল মিডিয়ায় হ্যাম্পশায়ার কর্তৃপক্ষ লিখেছেন, ‘দু’টি ম্যাচের জন্য আমরা ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করেছি। ওকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। কয়েক দিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে। সমারসেট এবং সারের বিরুদ্ধে আমাদের হয়ে খেলবে। দু’টো ম্যাচই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ওয়াশিংটন সুন্দরকে ক্লাবে স্বাগত জানিয়েছেন হ্যাম্পশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট জাইলস হোয়াইট।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের রোমাঞ্চকর সিরিজে ওয়াশিংটন ৪৭ গড়ে ২৮৪ রান করেছিলেন। এর মধ্যে ওল্ড ট্র্যাফোর্ডে আন্তর্জাতিক টেস্টে প্রথম সেঞ্চুরিও ছিল। সেই সেঞ্চুরি ভারতকে ম্যাচ বাঁচাতে সাহায্য করেছিল। তাছাড়াও তিনি ৭টি উইকেটও নিয়েছিলেন। এটা ওয়াশিংটনের কাউন্টি ক্রিকেটে দ্বিতীয় স্পেল। এর আগে তিনি ২০২২ সালে চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে কাপে ল্যাঙ্কাশায়ারে খেলেছিলেন। বাঁ-হাতি তিলক বর্মার পরে চলতি মরশুমে হ্যাম্পশায়ারের হয়ে খেলা দ্বিতীয় ভারতীয় ওয়াশিংটন।
উল্লেখ্য, ওভাল টেস্ট শেষ হওয়ার পর সাজঘরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে বেছে নিয়েছেন কোচ গৌতম গম্ভীর। দলের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়ার পর ওয়াশিংটন বলেন, ‘'এটা আমার কাছে আশীর্বাদের মতো। এই সফরে চারটে ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। ইংল্যান্ডের মাটিতে সব সময় ভাল পারফর্ম করার কথা ভাবতাম। দলের জন্য সেরাটা দিতে চেয়েছি সব সময়।'
তিনি আরও বলেন, 'এখানে আমরা প্রতিদিন দুর্দান্ত লড়াই করেছি। দুর্দান্ত প্রাণশক্তি ছিল সকলের মধ্যে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— ক্রিকেটের তিন বিভাগেই আমরা লড়াই করেছি। সকলে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সব সময়ে পরস্পরের পাশে থাকার চেষ্টা করেছি। সকলে ধন্যবাদ।’’ কিন্তু তারপরেও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি তিনি। সেই কারণেই হয়তো ভিনদেশে কাউন্টি খেলতে চলেছেন সুন্দর।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন