সমকালীন প্রতিবেদন : টানা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বনগাঁ টাউন জামে মসজিদে। কয়েকদিন ধরে মসজিদের দানবাক্স ও নামাজ পড়তে আসা ব্যক্তিদের ব্যাগ থেকে টাকা-পয়সা সহ অন্যান্য সামগ্রী উধাও হচ্ছিল। শুরুতে স্থানীয়রা ভেবেছিলেন, হয়তো অন্য কোনও কারণে জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বারবার এমন ঘটনা ঘটতে থাকায় সন্দেহ বাড়ে।
পরবর্তীতে মসজিদে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলে এক যুবকের গতিবিধি নজরে আসে। তাকে চিহ্নিত করে নজর রাখতে শুরু করেন মসজিদ কমিটির সদস্যরা। অবশেষে বৃহস্পতিবার দুপুরে ফের চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক। নামাজ পড়তে আসা সাধারণ মানুষ কোনও দেরি না করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এবং চুরির ভিডিও ফুটেজও পুলিশকে দেখান।
মসজিদ কমিটির সম্পাদক মহম্মদ আলি জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক চুরির কথা স্বীকার করেছে। তাঁরা আরও বলেন, “তাকে দেখে সাধারণত কারও মনে হতো না যে সে এমন কাজ করতে পারে। কিন্তু সিসিটিভির প্রমাণেই সব স্পষ্ট হয়ে গিয়েছে।”
পুলিশ সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলা চুরির আতঙ্ক থেকে আপাতত মুক্তি মিললেও ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন