Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বকাপের কোন কোন ম্যাচ হবে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে?

 

T20-World-Cup

সমকালীন প্রতিবেদন : আগামী বছর ফেব্রুয়ারির শুরুতেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই মহাযজ্ঞের আয়োজন করতে চলেছে। ইতিমধ্যেই কোন শহর কোন ম্যাচ পাবে, তার একটি প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে। তবে সরকারিভাবে ক্রীড়াসূচির ঘোষণা এখনও হয়নি। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। এই হাইভোল্টেজ ম্যাচ এবার ভারতীয় মাটিতে না হয়ে নিরপেক্ষ কেন্দ্র কলম্বোয় আয়োজিত হবে বলে একাধিক সূত্রে জানা গেছে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, শনিবার। ফাইনাল নির্ধারিত হয়েছে ৮ মার্চ আহমেদাবাদে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও দুই বছর আগে এই শহরেই হয়েছিল। অন্যদিকে ইডেন গার্ডেন এবারও একটি সেমিফাইনাল পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ সরিয়ে নেওয়ার ফলে কলকাতার এই ঐতিহ্যবাহী মাঠ ‘ক্ষতিপূরণ’ হিসেবে বিশ্বকাপের অন্যতম বড় ম্যাচ পেতে পারে। ভারত যদি সেমিফাইনালে পৌঁছায়, সেই ম্যাচ ইডেনে আয়োজিত হওয়ার সম্ভাবনা প্রবল।

বিশ্বকাপের ক্রীড়াসূচির খসড়া তৈরি হলেও তা এখনো ঘোষণা করা হয়নি। ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সাত থেকে দশ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ পাবে বলে ধারণা করা হচ্ছে। বোর্ডের একাংশের মতে, নতুন নেতৃত্বের শহরেই একটি বড় ম্যাচ আয়োজন করা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত-পাকিস্তান ম্যাচের দিন নিয়ে। 

আইসিসির প্রচলিত নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম রবিবার এই মেগা ম্যাচ দেওয়া হয়। সেই অনুযায়ী ৮ ফেব্রুয়ারি রবিবার এই ম্যাচ হওয়ার কথা। তবে টিম ইন্ডিয়া গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় উদ্বোধনী ম্যাচে তাদের খেলা হতে পারে। সে ক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি হতে পারে বলেও আলোচনা চলছে।

আরও এক নাটকীয় সম্ভাবনা হলো—যদি পাকিস্তান ফাইনালে উঠে আসে, তাহলে সেই ম্যাচও আহমেদাবাদের বদলে কলম্বোয় সরানো হতে পারে। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে নিরপেক্ষ কেন্দ্রেই পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি নিয়ে জল্পনা বাড়ছে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর অক্টোবরের শুরুতেই সব পরিষ্কার হয়ে যাওয়ার কথা। তার আগে পর্যন্ত ক্রিকেটমহল অপেক্ষায়, কবে প্রকাশ পাবে এই বহুল প্রতীক্ষিত সূচি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন