সমকালীন প্রতিবেদন : প্রথমে ফিটনেস এবং তারপর লাগাতার জোড়া শতরান হাঁকিয়ে নিজের যোগ্যতা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন সরফরাজ খান। কিন্তু, ভাগ্যের চাকা শেষপর্যন্ত তিনি ঘোরাতে পারলেন না। আচমকা এমন চোট পেলেন যে ২০২৫ দলীপ ট্রফিতে তিনি আর খেলতে পারবেন না। সম্প্রতি বুচিবাবু টুর্নামেন্টে সরফরাজ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করেছিলেন। এই টুর্নামেন্টে তিনি ব্যাক টু ব্যাক দুটো শতরান হাঁকান। এবার দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে সরফরাজের কাছে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করার সুবর্ণ সুযোগ ছিল।
কিন্তু জাতীয় দলে প্রত্যাবর্তনে ধাক্কা খেলেন সরফরাজ খান। জানা গিয়েছে, কোয়াড্রিসেপস অর্থাৎ পেশিতে চোট পেয়েছেন তিনি। তাছাড়াও চোটের কবলে পড়েছেন ধ্রুব জুরেলও। দুই ক্রিকেটারেরই দলীপ ট্রফির সেমিফাইনালে খেলার কথা ছিল। কিন্তু যা পরিস্থিতি, তাতে শেষ চারের ম্যাচে তাঁরা নামতে পারবেন না। পশ্চিমাঞ্চল সেমিফাইনালে উঠলে তাদের হয়ে খেলার কথা ছিল সরফরাজের।
জানা গিয়েছে, পেশিতে টান নিয়েই দীর্ঘক্ষণ ব্যাট করেছিলেন সরফরাজ। এতে সেঞ্চুরি না আটকালেও দলীপ ট্রফি থেকে ছিটকে যেতে হল তাঁকে। তিন সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই মিডল অর্ডার ব্যাটারকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সরফরাজের চোট নিয়ে বলা হয়েছে, “কোয়াড্রিসেপস ইনজুরিতে ভুগছেন তিনি। পাঁচ দিন আগে বুচিবাবু টুর্নামেন্টে হরিয়ানার বিপক্ষে সেঞ্চুরি করার সময় এই চোট পেয়েছিলেন। চোট সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। বর্তমানে সিওইতে রিহ্যাবের জন্য চিকিৎসা নিচ্ছেন সরফরাজ।” আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে থাকতে হবে সরফরাজকে। তাঁর জায়গায় দলে নেওয়া হতে পারে শিবালিক শর্মাকে। বরোদার এই ব্যাটারের গড় নেহাৎ মন্দ নয়, ৪৩.৪৮। তাঁর নামের পাশে ১৮ ম্যাচে ১,০৮৭ রান।
ইংল্যান্ড সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন সরফরাজ। এরপর ফিটনেসের জন্য অনেক খেটেছেন। ওজনও ঝরিয়েছেন অনেকটাই। এরপর বুচিবাবু টুর্নামেন্টে চেনা ছন্দেও ছিলেন। হরিয়ানার বিরুদ্ধে করেন ১১১ বলে ১১১। টিএনসিএ’র বিরুদ্ধে খেলেন ১১৪ বলে ১৩৮ রানের ঝোড়ো ইনিংস। ২ অক্টোবর থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। লক্ষ্য ছিল, দলীপ ট্রফির সেমিফাইনালে ভালো খেলে জাতীয় দলের নির্বাচকদের নজরে আসা। কিন্তু চোট পাওয়ায় সেই সুযোগ হারালেন সরফরাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন