সমকালীন প্রতিবেদন : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সরব হলো সারা ভারত মতুয়া মহা সংঘ। অভিযোগ, সম্প্রতি একটি প্রকাশ্য সভামঞ্চ থেকে তিনি মতুয়া ধর্মাবলম্বীদের উদ্দেশে অপমানজনক মন্তব্য করেছেন। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে বনগাঁ থানার সামনে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক সুকেশচন্দ্র চৌধুরী জানান, মহুয়া মৈত্রর বক্তব্য মতুয়া সমাজের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের লিগাল সেলের সদস্যরাও। লিগাল সেলের চেয়ারম্যান মুকুল বিশ্বাস স্পষ্টভাবে জানান, মতুয়া ধর্মের মর্যাদায় আঘাত করা হলে তা কোনওভাবেই সহ্য করা হবে না। মহুয়া মৈত্রর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, নইলে আন্দোলন আরও জোরদার করা হবে।
এদিন আইনজীবী জ্যোতির্ময় নাথও আন্দোলনে শামিল হয়ে বলেন, “মহুয়া মৈত্র মতুয়া সমাজের ভাবাবেগে আঘাত করেছেন। তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হবে।”
বনগাঁর ত্রিকোন পার্ক থেকে শুরু করে এদিন একটি প্রতিবাদ মিছিল ১ নম্বর রেলগেট পর্যন্ত যায়। একইদিনে বনগাঁ থানায় মহুয়া মৈত্রর বিরুদ্ধে আনুষ্ঠানিক লিখিত অভিযোগও জমা দেয় সারা ভারত মতুয়া মহা সংঘ। এই ঘটনাকে ঘিরে বনগাঁ ও আশপাশের এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন