Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

পদ্মার ইলিশ পৌঁছাল এই বাংলায়, বৃহস্পতিবার থেকেই বাজারে মিলবে

 

PadmaHilsa

সমকালীন প্রতিবেদন : প্রতীক্ষার অবসান ‌ঘটিয়ে মঙ্গলবার গভীররাতে বাংলার ইলিশ বোঝাই ট্রাক পেট্রাপোল সীমান্তে এসো পৌঁছালো। এদিন প্রাথমিকভাবে ৮টি ট্রাকে ৩৭ টন ইলিশ এসে পৌঁছায়। ইলিশ মাছ পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছাতেই খুশির হাওয়া বয়ে যায় ব্যবসায়ী এবং কর্মীদের মধ্যে। এরপর সরকারি নিয়মের কাজ শেষ করে মাছগুলি ভারতীয় ট্রাকে তুলে কলকাতার উদ্দেশে রওনা হয়।

এবছর শর্তসাপেক্ষে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সর্বোচ্চ ১,২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়। এরপর শুরু হয় আবেদনপত্র জমা দেওয়া। সেই প্রক্রিয়া শেষ করে ১৬ সেপ্টেম্বর মোট ৩৭টি রপ্তানিকারক সংস্থাকে ছাড়পত্র দেয় বাংলাদেশ সরকার। সেই অনুযায়ী প্রথমদিন ৩৭ টন ইলিশ এসে পৌঁছায় পেট্রাপোল সীমান্তে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, এখন থেকে ৫ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে প্রতিদিন ইলিশ মাছ আসতে থাকবে। বুধবার প্রথমদিন ৩৭ টন ইলিশ ভারতে এসেছে। বৃহস্পতিবারের পর থেকে খুচরো বাজারে মিলবে এই মাছ। তবে দাম যথেষ্ট চড়া থাকবে।

রাজ্যের ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাসের মতে, ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ সরকার অনেক দেরি করে অনুমতি দিল। আরও এক মাস আগে এই অনুমতি দেওয়ার দরকার ছিল। কারণ, এখন বাংলাদেশে মাছের পরিমাণ কমে গেছে। শেষ পর্যন্ত অনুমোদিত সব মাছ এসে পৌঁছাবে কি না সন্দেহ রয়েছে। পদ্মার রুপোলি শস্য পেট্রাপোল পেরিয়ে কলকাতায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই উৎসবের মরসুমে ইলিশপ্রেমী বাঙালির জন্য নতুন উন্মাদনা তৈরি হয়েছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন