সমকালীন প্রতিবেদন : মনে করা হয়েছিল অস্ট্রেলিয়া সফরের আগে ভারত 'এ' দলের হয়ে খেলতে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তা আপাতত হচ্ছে না। রবিবার অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে ভারত 'এ'-র যে দল ঘোষণা করা হয়েছে সেখানে কোহলি, রোহিত কারও নামই নেই। এশিয়া কাপের চার ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তাহলে ভারতীয় দলের ওয়ান ডে ফর্ম্যাট থেকেও কি এবার ব্রাত্য হয়ে গেলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা? এই প্রশ্নটা যখন আরও জোরালো হচ্ছে, তখন তিনটি ম্যাচের জন্য ভারতীয় 'এ' স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। আর সেখানেই রাখা হল মহাচমক।
প্রথম ম্যাচে ভারতীয় 'এ' দলকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার। রজত পাতিদারের নেতৃত্বে বেঙ্গালুরু এবার আইপিএল জিতেছিল। এছাড়া দলীপ ট্রফিতে মধ্যাঞ্চলকেও অধিনায়ক হিসেবে সাফল্য এনে দিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে নেতৃত্ব দেবেন তিলক বর্মা। সেই দুটো ম্যাচে রজত সহ-অধিনায়ক হিসেবে দলে থাকবেন। এশিয়া কাপের স্কেয়াাডের চারজনকে দলে রাখা হয়েছে এই দলে।
এশিয়া কাপের দল থেকে অর্শদীপ সিং, হর্ষিত রানা, অভিষেক শর্মাকে দেখা যাবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে। এছাড়াও রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেড়গে, বিপরাজ নিগম, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংকে দেখা যাবে ভারতীয় 'এ' দলের জার্সিতে। বাংলার একমাত্র অভিষেক পোড়েল সুযোগ পেয়েছেন। এই সিরিজের প্রথম ম্যাচ হবে ৩০ সেপ্টেম্বর, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর।
এদিকে রোহিত বর্তমানে তাঁর পরিবারের সঙ্গে মুম্বইয়ে রয়েছেন। অন্যদিকে, বর্তমানে স্ত্রী অনুষ্কা শর্মা ও দুই সন্তানের সঙ্গে লন্ডনেই থাকেন বিরাট কোহলি। সেখানেই তিনি নিজের ফিটনেস পরীক্ষাও দিয়েছেন বলে খবর। লন্ডনে 'হোম অফ ক্রিকেট' লর্ডসেই বিরাট সেই পরীক্ষা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। ঐতিহাসিক সেই স্টেডিয়ামেই গত মাসেও একাধিকবার কোহলিকে অনুশীলন করতে দেখা গিয়েছিল। ফের একবার নিজের প্রস্তুতি ও ফিটনেস বজায় রাখতে লর্ডসে অনুশীলন সেশন সারলেন 'কিং কোহলি'।
দেশ হোক বা বিদেশ, কোহলির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাই কোহলি অনুশীলন করবেন আর তার ছবি বা ভিডিও কিছুই সোশ্যাল মিডিয়ায় ছড়াবে না, এমনটা কার্যত অসম্ভব। এর আগেও একাধিক ব্যক্তিকে কোহলির সঙ্গে নিজেদের ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। এবার এক নেট বোলারের সঙ্গে কোহলির ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। দুজনেই বেশ হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন। যদিও ভারতীয় 'এ' দলে সুযোগ না হলেও মূল দলে দুই তারকা ক্রিকেটার ফিরবেন বলেই আশা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন