সমকালীন প্রতিবেদন : এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় দলকে দেখা যাচ্ছে কোনও স্পনসরের লোগো ছাড়াই। শুধু গাঢ় নীল জার্সির বুকে বড় হরফে লেখা ছিল ‘INDIA’। তবে সেই শূন্যস্থান আর দীর্ঘদিন থাকবে না। বিসিসিআই ইতিমধ্যেই ঘোষণা করেছে, আগামী দিনগুলোতে টিম ইন্ডিয়ার প্রধান স্পনসর হচ্ছে ভারতীয় সংস্থা অ্যাপোলো টায়ারস।
নতুন এই চুক্তি অনুযায়ী, প্রতিটি ম্যাচের জন্য বিসিসিআইকে ৪.৫ কোটি টাকা দেবে অ্যাপোলো টায়ারস। এর আগে ড্রিম ১১ ম্যাচ-পিছু ৪ কোটি টাকা দিত। অর্থাৎ এবার বোর্ডের আয় কিছুটা হলেও বাড়ল। চুক্তির মেয়াদ হবে ২০২৮ সাল পর্যন্ত। এই সময়ে ভারতীয় দলের মোট ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা রয়েছে। সব মিলিয়ে বোর্ডের কোষাগারে জমা হবে প্রায় ৫৭৯ কোটি টাকা।
অ্যাপোলো টায়ারস ছাড়াও এই দৌড়ে ছিল আরও কয়েকটি সংস্থা। তারা হলো- জেকে টায়ার, ক্যানভা। এছাড়া বিড়লা অপাস পেন্টস বিনিয়োগে আগ্রহ দেখালেও নিলাম প্রক্রিয়ায় অংশ নেয়নি। ফলে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায় তারা। শেষ পর্যন্ত নিলামে জিতে যায় অ্যাপোলো টায়ারস।
ড্রিম ১১ এবং মাই ১১ সার্কেল এতদিন ভারতীয় দলের জার্সির সঙ্গে যুক্ত ছিল। ড্রিম ১১ প্রধান স্পনসর হিসেবে ৩৫৮ কোটি টাকার তিন বছরের চুক্তি করেছিল বিসিসিআইয়ের সঙ্গে। মাই ১১ সার্কেল আবার সহযোগী স্পনসর ছিল পাঁচ বছরের জন্য। কিন্তু সম্প্রতি ভারত সরকার ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ পাশ করায়, অনলাইন গেমিং সংস্থাগুলো বৈধতা হারায়। সেই কারণে এই দুই সংস্থা আর ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারেনি।
নতুন স্পনসর বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর। ১২ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল দরপত্র গ্রহণ। শেষ দিনে, অর্থাৎ ১৬ সেপ্টেম্বর-এ অনুষ্ঠিত হয় বিডিং। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছিল— অনলাইন গেমিং, বেটিং, জুয়া, ক্রিপ্টোকারেন্সি, মদ বা তামাক প্রস্তুতকারী সংস্থা দরপত্র দিতে পারবে না।
পাশাপাশি, বোর্ডের বিদ্যমান স্পনসরদের প্রতিদ্বন্দ্বী সংস্থা দরপত্র জমা দিতে পারবে না। যেমন— অ্যাডিডাস, আইডিএফসি ব্যাংক, ক্যাম্পা ও এসবিআই লাইফ-এর প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো বাদ পড়ে।
সব শর্ত পূরণ করে শেষ পর্যন্ত অ্যাপোলো টায়ারসই জয়ী হয়। ভারতীয় সংস্থা হওয়ায় এবং কোনও আইনি জটিলতা না থাকায় তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ফলে আগামী কয়েক বছর ধরে টিম ইন্ডিয়ার জার্সিতে লেখা থাকবে অ্যাপোলো টায়ারসের নাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন