Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মতুয়া শংসাপত্র বিতর্কে সাংসদ শান্তনুকে নিশানা, প্রশ্ন তুললেন বনগাঁর পুরপ্রধান

 

Matua-certificate-controversy

সমকালীন প্রতিবেদন : মতুয়া সমাজকে কেন্দ্র করে ফের চড়ছে রাজনৈতিক পারদ। সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ আনলেন বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ। শনিবার বনগাঁয় এক সাংবাদিক সম্মেলন করে মতুয়াদের শংসাপত্র দেওয়ার বিষয়ে অনৈতিকতার প্রশ্ন তুলে তাতে শান্তনু ঠাকুরের নাম জড়ালেন।  

এদিনের সাংবাদিক বৈঠকে গোপাল শেঠ দাবি করেন, সাংসদের পক্ষ থেকে বিতরণ করা শংসাপত্রে দেওয়া কিউআর কোড স্ক্যান করলে শান্তনু ঠাকুরের ছবির পাশাপাশি ভেসে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এর মাধ্যমে মতুয়া ভক্তদের বিভ্রান্ত করা হচ্ছে বলেই অভিযোগ তাঁর। গোপাল শেঠের বক্তব্য, “সিএএ নিয়ে বিজেপি দ্বিচারিতা করছে। মতুয়াদের আস্থার নামে সাংসদ প্রতারণা করছেন।”

যদিও এব্যাপারে সাংসদের পাশে দাঁড়িয়েছেন সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন গাইন। তিনি বলেন, “শান্তনু ঠাকুরের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই সিএএ চালু হয়েছে। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাই তাঁদের ছবি শংসাপত্রে থাকা স্বাভাবিক। এব্যাপারে গোপাল শেঠ যা দাবি করছেন, তা অবান্তর। তাঁর ভাবনাচিন্তায় ভুল আছে।”

এই প্রসঙ্গে বলতে গিয়ে সুখেন গাইন আরও কটাক্ষ করে যোগ করেন, “যাঁরা আজ মতুয়াদের নিয়ে এত মাথা ঘামাচ্ছেন, তাঁদেরই দলের নেতারা অতীতে বারবার মতুয়াদের অপমান করেছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কি না জেনেই মতুয়াদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করে গোটা মতুয়া সমাজকে অপমান করেছেন। এর জন্য মতুয়া সমাজ নিজস্ব শক্তিতে সঠিক পথ বেছে নেবে।”

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর চালুর প্রস্তুতি শুরু হতেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সিএএ ফর্ম পূরণের জন্য শিবির চালু করা হয়। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে একদিকে বিধায়ক সুব্রত ঠাকুর, অন্যদিকে সাংসদ শান্তনু ঠাকুর পৃথক শিবিরের আয়োজন করায় দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। সেই আবহ কাটতে না কাটতেই নতুন বিতর্কের জন্ম দিলেন গোপাল শেঠ।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন