Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রবল বর্ষণ ও দুর্যোগে রাজ্যে আগাম পুজোর ছুটি ঘোষণা

 

Early-Puja-holiday

সমকালীন প্রতিবেদন : প্রবল বর্ষণ এবং টানা দুর্যোগের জেরে আগেভাগেই শুরু হচ্ছে পুজোর ছুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করলেন, রাজ্যের সমস্ত সরকারি স্কুলে আজ থেকেই ছুটি কার্যকর হবে। সাধারণত দুর্গাপুজোর ছুটি সরকারি স্কুলগুলিতে চতুর্থী থেকে শুরু হয়। কিন্তু সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়ায়, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্বিতীয়াতেই স্কুল ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, “আমি শিক্ষাদপ্তরকে নির্দেশ দিয়েছি, আজ থেকেই সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে। কেন্দ্রীয় সরকারের আওতাধীন স্কুলগুলিও যেন অন্তত দু’দিন ছুটি ঘোষণা করে, সেই অনুরোধও করেছি। কলেজ ও বিশ্ববিদ্যালয় চাইলে অনলাইনে ক্লাস চালাতে পারে, যেমনটা কোভিডের সময় হয়েছিল।”

এর পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স-হ্যান্ডেলে জানান, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের পাশাপাশি ২৫ তারিখও সমস্ত স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি ভাবে পুজোর ছুটি শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে। ফলে নির্ধারিত সময়ের তিন দিন আগে থেকেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যত ছুটি পড়ে গেল।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও মঙ্গলবার থেকে ছুটি ঘোষণা করেছে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “শুধু আজ ছুটি দিলেই হবে না। আগামীকালও দুর্যোগ অব্যাহত থাকবে। তাই কর্তৃপক্ষকে অনুরোধ করেছি অন্তত দু’দিন ছুটি ঘোষণা করার জন্য।”

উল্লেখ্য, আগামী রবিবার ষষ্ঠী। অর্থাৎ সরকারি ঘোষণার ফলে এবছর দ্বিতীয়া থেকেই ‌স্কুলগুলিতে শুরু হচ্ছে পুজোর ছুটি। তবে পরিস্থিতি মোটেই আনন্দদায়ক নয়। প্রবল বর্ষণে জলমগ্ন শহর, দুর্যোগের আশঙ্কা আরও বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ইতিমধ্যেই নতুন নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ফলে আগামী দিনগুলিতে আরও বৃষ্টি হতে পারে, শহরের বহু অঞ্চল আবারও জলবন্দি হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।

মুখ্যমন্ত্রী এদিন শহরবাসীকে বিশেষ সতর্কবার্তা দিয়ে বলেন, “মহালয়া থেকেই গঙ্গায় জোয়ার চলছে। ফলে জল বেরোনোর পথ নেই। এই পরিস্থিতিতে যতটা সম্ভব বাড়ির বাইরে না বেরোনোর অনুরোধ রইল।” অতএব, প্রবল দুর্যোগের মাঝেই আগেভাগে শুরু হয়ে গেল দুর্গাপুজোর ছুটি। তবে এই ছুটির আমেজে নেই উৎসবের খুশি, বরং রয়েছে বিপদের ছায়া।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন